রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় নজরুল ব্যাপারী (৩০) নামের মাদক ও জুয়া মামলার আসামিকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। আজ সোমবার সকালে দৌলতদিয়া যৌনপল্লি সংলগ্ন একটি ডোবার পাশ থেকে লাশ উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
নজরুল ব্যাপারী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইমানখার পাড়ার মৃত সাহাজদ্দিন ব্যাপারী ছেলে। তাঁর বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও জুয়া আইনে দুটি মামলা রয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে এক জোড়া স্যান্ডেল, একটি ফোন, চাবির ছোড়া ও একটি পাঞ্জাবি জব্দ করেছে।
নজরুলের বড় ভাই এরশাদ ব্যাপারী জানান, নজরুল দৌলতদিয়া পূর্বপাড়া যৌনপল্লির ভিতর পান-সিগারেটের দোকান করতো। রোববার সন্ধ্যায় দোকান থেকে বাড়ি ফিরে রাতের খাওয়া শেষে দশটার দিকে বের হয়ে আর ফিরেনি। আজ সোমবার সকালে স্থানীয় লোকজন থেকে খবর পেয়ে দেখেন বাড়ির ১০০ গজ দুরে যৌনপল্লি সংলগ্ন মুক্তি মহিলা সমিতির ডোবার পাশে নজরুলের লাশ পড়ে আছে। নজরুলের স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে সন্তান রয়েছে। কি কারনে কারা হত্যা করেছে বলতে পারছেন না। তবে ভাই হত্যার বিচার দাবি করেন তিনি।
ঘটনাস্থলে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষসহ আইন শৃৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। রেললাইন থেকে কয়েক গজ দূরে পরিত্যাক্ত ডোবার পাশে কাপড় দিয়ে লাশ ঢাকা রয়েছে। ঘটনাস্থল রেলওয়ে সীমানার মধ্যে হলেও রেলওয়ে পুলিশ অপরাগতা প্রকাশ করায় গোয়ালন্দ ঘাট থানা পুলিশ সুরতহাল শেষে ময়না তদন্তের প্রস্তুতি নিচ্ছেন। ঘটনাস্থলে সকাল সাড়ে ৯টার দিকে আসেন অতিরিক্তি পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শরীফ আল রাজীব ও অতিরিক্ত পুলিশ (সরদ সার্কেল) সুপার আবু রাসেল।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, নিহত নজরুলের মাথার ডান পাশে, ঘাড়, পিঠ, উরু, হাঁটুর নিচে ও হাতে ৬-৭টি ধারালো অস্ত্রের কোপের আঘাতের চিহৃ রয়েছে। তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য ও জুয়া আইনে দুটি মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে পূর্বের বিরোধ কেন্দ্র করে প্রতিপক্ষ রোববার দিবাগত মধ্যরাতের কোন এক সময় হত্যা করেছে। সুরতহাল শেষে লাশ ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এমআর/সব
শিরোনাম
রাজবাড়ীতে মাদক ও জুয়া মামলার আসামিকে কুপিয়ে হত্যা
-
স্টাফ রিপোর্টার, রাজবাড়ী - আপডেট সময় : ০৫:২১:১৬ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
- ।
- 51
জনপ্রিয় সংবাদ
























