বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা ও হত্যাচেষ্টার মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মনোয়ারুল ইসলাম মাসুদকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২২ জুন রবিবার দিবাগত রাত ১১টার দিকে রংপুর মহানগরীর কেরামতিয়া মসজিদ এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। মাসুদ রংপুরের পীরগাছা উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের শহীদুল ইসলামের ছেলে। রংপুর মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মনোয়ারুল ইসলাম মাসুদকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নগরীর সিটি বাজার এলাকায় ২০২৪ সালের ১৯ জুলাই সংঘটিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলি চালিয়ে হত্যাচেষ্টার অভিযোগ রয়েছে। তিনি আরও বলেন, ওই ঘটনায় গুলিবিদ্ধ ও আহত হন ছাত্রনেতা মামুনুর রশীদ ও জয়নাল আবেদীন বাপ্পি। আহতদের দায়ের করা দুটি পৃথক মামলায় মাসুদ অভিযুক্ত। মামুনুর রশিদের মামলায় তিনি ২২ নম্বর এবং বাপ্পির মামলায় ১১ নম্বর এজাহারনামীয় আসামি।
এমআর/সব
শিরোনাম
নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি গ্রেফতার
-
রংপুর ব্যুরো - আপডেট সময় : ০৬:১২:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
- ।
- 164
জনপ্রিয় সংবাদ
























