নওগাঁর রাণীনগরে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়েছে। ২৪ জুন (মঙ্গলবার) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে রোপা আমন ধান ও গ্রীস্মকালীন পেঁয়াজসহ বিভিন্ন ফসল উৎপাদনের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলার ৮ইউনিয়নের ২১শত কৃষককে আমন ধানের প্রণোদনা হিসেবে ৫কেজি করে বীজ, ১০কেজি করে ডিএপি ও এমওপি সার প্রদান করা হচ্ছে। এছাড়া পেঁয়াজ প্রণোদনার অংশ হিসেবে ১৬০জন কৃষককে ১কজি করে বীজ, ২০কেজি করে ডিএপি ও পটাশ সার এবং ৮০জন কৃষককে শাকসবজির প্রণোদনা হিসেবে ৫ধরণের সবজি বীজ ও ৫কেজি করে ডিএপি ও পটাশ সার প্রদান করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার মো: রাকিবুল হাসান এই কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছা: মোস্তাকিমা খাতুন, সম্প্রসারণ কর্মকর্তা, উপসহকারি কর্মকর্তাসহ কৃষকরা উপস্থিত ছিলেন।
শিরোনাম
নওগাঁর রাণীনগরে কৃষি উপকরণ বিতরন
-
নওগাঁ প্রতিনিধি - আপডেট সময় : ০২:৪০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
- ।
- 69
জনপ্রিয় সংবাদ
























