রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকা থেকে মানিকগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকারকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।
মঙ্গলবার (২৪ জুন) ভোররাতে তাকে মিরপুরের দারুস সালাম থানার এসএ খালেক আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ।
গ্রেফতার বাবুল সরকার মানিকগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। তিনি জেলা শ্রমিকলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় দায়েরকৃত মামলা নম্বর ২৬(৯)২৪-এ এজাহারনামীয় ১১ নম্বর আসামি হিসেবে নাম রয়েছে। মামলাটি গুরুতর অপরাধসংক্রান্ত এবং দীর্ঘদিন ধরে তদন্তাধীন। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে মিরপুরের দারুস সালাম এলাকা থেকে গ্রেফতার করে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, ‘আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি যে, মামলার পলাতক আসামি বাবুল সরকার রাজধানীর মিরপুর এলাকায় আত্মগোপনে রয়েছেন। এরপর আমাদের একটি দল আজ ভোররাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তাকে আদালতের পাঠানোর প্রস্তুতি চলছে।’
এমআর/সবা
শিরোনাম
ঢাকা থেকে মানিকগঞ্জ জেলা শ্রমিক লীগ সভাপতি বাবুল গ্রেপ্তার
-
মানিকগঞ্জ প্রতিনিধি - আপডেট সময় : ০৪:৩৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
- ।
- 161
জনপ্রিয় সংবাদ
























