১০:২১ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে জলাবদ্ধতা নিরসনে উচ্ছেদ অভিযান

লক্ষ্মীপুর সদর উপজেলার মজুচৌধুরী হাট এলাকায় রহমতখালী খালের রেগুলেটরসংলগ্ন অংশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। কেপিআই (কি পয়েন্ট ইনস্টলেশন) নিরাপত্তা নির্দেশনার আলোকে রেগুলেটরের দুই পাশে ৩০ মিটার এলাকাজুড়ে এ অভিযান পরিচালনা করা হয়। অন্যদিকে আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে লক্ষ্মীপুর সদরের মাদারী ও জকসিন বাজার সংলগ্ন রহমতখালী খালের অবৈধ বর্জ্য ও ময়লা অপসারণে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড।
সোমবার (২৪ জুন) সকাল থেকে বর্জ্য ও ময়লা অপসারণ কার্যক্রমে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড লক্ষ্মীপুরের কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। খাল দু’টির অংশবিশেষে অবৈধ স্থাপনা, মাটি ও আবর্জনা সরিয়ে পানি প্রবাহ সচল করার কাজ শুরু হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, স্বেচ্ছাসেবক ও স্থানীয় বাসিন্দারাও অংশ নেন। আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে লক্ষ্মীপুর সদরের মাদারী ও জকসিন বাজার সংলগ্ন রহমতখালী খালের অবৈধ বর্জ্য ও ময়লা অপসারণে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। অপরদিকে সকালে মজুচৌধুরী হাট এলাকায় রহমতখালী খালের রেগুলেটরসংলগ্ন অংশে অবৈধ স্থাপনা উচ্ছেদ পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদ। অভিযানে সেনাবাহিনী, পুলিশ, আনসার, পাউবোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গত ২১ এপ্রিল অবৈধ দখলদারদের ১ দিনের মধ্যে স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দেওয়া হয়। পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী ফারিয়া আজাদ আনিকা, শাখা কর্মকর্তা শরিফুল ইসলামসহ সংশ্লিষ্টরা অভিযানে অংশ নেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদ বলেন, “কেপিআই এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে রেগুলেটর সংলগ্ন অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে। সরকারি জায়গা দখল করে গড়ে তোলা স্থাপনাগুলো কোনোভাবেই বরদাশত করা হবে না। পর্যায়ক্রমে অন্য জায়গাগুলোর দখলও মুক্ত করা হবে।” স্থানীয় বাসিন্দারা এ অভিযানে সন্তোষ প্রকাশ করেন এবং পানি চলাচলে স্বাভাবিকতা ফিরবে বলে আশা।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে জলাবদ্ধতা নিরসনে উচ্ছেদ অভিযান

আপডেট সময় : ০৭:৩৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

লক্ষ্মীপুর সদর উপজেলার মজুচৌধুরী হাট এলাকায় রহমতখালী খালের রেগুলেটরসংলগ্ন অংশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। কেপিআই (কি পয়েন্ট ইনস্টলেশন) নিরাপত্তা নির্দেশনার আলোকে রেগুলেটরের দুই পাশে ৩০ মিটার এলাকাজুড়ে এ অভিযান পরিচালনা করা হয়। অন্যদিকে আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে লক্ষ্মীপুর সদরের মাদারী ও জকসিন বাজার সংলগ্ন রহমতখালী খালের অবৈধ বর্জ্য ও ময়লা অপসারণে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড।
সোমবার (২৪ জুন) সকাল থেকে বর্জ্য ও ময়লা অপসারণ কার্যক্রমে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড লক্ষ্মীপুরের কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। খাল দু’টির অংশবিশেষে অবৈধ স্থাপনা, মাটি ও আবর্জনা সরিয়ে পানি প্রবাহ সচল করার কাজ শুরু হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, স্বেচ্ছাসেবক ও স্থানীয় বাসিন্দারাও অংশ নেন। আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে লক্ষ্মীপুর সদরের মাদারী ও জকসিন বাজার সংলগ্ন রহমতখালী খালের অবৈধ বর্জ্য ও ময়লা অপসারণে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। অপরদিকে সকালে মজুচৌধুরী হাট এলাকায় রহমতখালী খালের রেগুলেটরসংলগ্ন অংশে অবৈধ স্থাপনা উচ্ছেদ পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদ। অভিযানে সেনাবাহিনী, পুলিশ, আনসার, পাউবোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গত ২১ এপ্রিল অবৈধ দখলদারদের ১ দিনের মধ্যে স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দেওয়া হয়। পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী ফারিয়া আজাদ আনিকা, শাখা কর্মকর্তা শরিফুল ইসলামসহ সংশ্লিষ্টরা অভিযানে অংশ নেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদ বলেন, “কেপিআই এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে রেগুলেটর সংলগ্ন অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে। সরকারি জায়গা দখল করে গড়ে তোলা স্থাপনাগুলো কোনোভাবেই বরদাশত করা হবে না। পর্যায়ক্রমে অন্য জায়গাগুলোর দখলও মুক্ত করা হবে।” স্থানীয় বাসিন্দারা এ অভিযানে সন্তোষ প্রকাশ করেন এবং পানি চলাচলে স্বাভাবিকতা ফিরবে বলে আশা।

এমআর/সবা