যশোরে ঘুমন্ত মা-মেয়েকে সাপে কামড় দিয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) ভোরে ঝিকরগাছা উপজেলার বাঁকড়া গ্রামে এ ঘটনা ঘটে।তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় মেয়ের মৃত্যু হয়েছে। মা’র অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সাপটি পিটিয়ে মেরে ফেলা হয়েছে।
স্বজনরা জানান, বাঁকড়া গ্রামের ইমাদুল ইসলামের স্ত্রী খাদিজা বেগম (৩০) ও মেয়ে সুমাইয়া খাতুন (৯) ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোরের দিকে ঘুমন্ত মা-মেয়েকে বিষধর সাপে কামড় দেয়। এসময় তাদের চিৎকারে ঘুম ভাঙে ইমাদুলের। এসময় তিনি সাপটি পিটিয়ে মেরে ফেলেন। পরে প্রতিবেশীদের সহায়তায় স্ত্রী- সন্তানকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মহিলা মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০ টার দিকে সুমাইয়ার মৃত্যু হয়। সে স্থানীয় কওমি মাদ্রাসায় পড়ালেখা করত।
হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসকরা জানান, মা-মেয়েকে অ্যান্টিভেনাম ইনজেকশন প্রয়োগ করাসহ সকল ধরণের চিকিৎসাসেবা দেয়া হয়েছে। দেরি করে হাসপাতালের আনার কারণে শিশু সুমাইয়া বাঁচানো সম্ভব হয়নি। তার মা খাদিজার অবস্থা আশঙ্কাজনক।
উল্লেখ্য, এর আগে মঙ্গলবার (২৪ জুন) বাঁকড়া গ্রামে বিষধর সাপের কামড়ে মিলন সর্দার (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়।
























