লালমনিরহাটের সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গোলাম জাকারিয়া প্লাবন (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দু’জন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৭ জুন) দুপুরে লালমনিরহাট-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত প্লাবন কালীগঞ্জ উপজেলার মদাতি ইউনিয়নের শাখাতি গ্রামের গোলাম রহমান বাদশার ছেলে।
আহতরা হলেন হাতীবান্ধা উপজেলার কেতকিবাড়ী এলাকার মোথির মোহাম্মদ ফুয়াদ (২২) ও পাটগ্রাম উপজেলার জোংড়া এলাকার আতিকুর রহমান রিজু (৩২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা একটি রংপুরগামী ট্রাক মহেন্দ্রনগর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্লাবন নিহত হন এবং অপর দুইজন গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
লালমনিরহাট সদর থানা ওসি (তদন্ত) বাদল চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেলের একজন ঘটনাস্থলে মারা গেছেন এবং আহত দুইজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
এমআর/সবা
শিরোনাম
লালমনিরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ২
-
লালমনিরহাট প্রতিনিধি - আপডেট সময় : ০৬:৩৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
- ।
- 224
জনপ্রিয় সংবাদ
























