০৯:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুরের ১২ শিক্ষার্থী প্রবেশপত্র পেলেন, পরিক্ষা দিলেন রবিবার

চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নিতে জামালপুরের প্রশান্তি আইডিয়াল স্কুল এন্ড কলেজের ১৭ শিক্ষার্থী গত বৃহস্পতিবার সকালে কলেজে গিয়ে প্রবেশপত্র না পেয়ে কলেজের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা।

এরপর ‘জামালপুরে পরীক্ষা থেকে বঞ্চিত ১৭ শিক্ষার্থী, পালিয়েছে কলেজ কর্তৃপক্ষ’ শিরোনামে দৈনিক সবুজ বাংলার অনলাইন ভার্সনে এবং ‘এইচএসসি পরিক্ষা বঞ্চিত ১২ শিক্ষার্থী’ শিরোনামে দৈনিক সবুজ বাংলায় প্রিন্ট ভার্সনে সংবাদ প্রকাশ করে।

ওইদিন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছিলেন, পরীক্ষার্থীরা যোগাযোগ করলে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

শুক্রবার সকালে ময়মনসিংহ শিক্ষা বোর্ড গঠিত একটি তদন্ত কমিটি অভিযুক্ত প্রশান্তি আইডিয়াল স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন। কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগের প্রেক্ষিতে ওই শিক্ষার্থীদের ফরম ফিলাপ করার সুযোগ দিয়ে প্রবেশপত্র সরবরাহ করে ময়মনসিংহ শিক্ষা বোর্ড।

শনিবার (২৮ জুন) রাত দশটার দিকে শিক্ষার্থীদের প্রবেশপত্র দেয়া হয়। সকল আনুষ্ঠানিকতা শেষ করে শনিবার রাতেই শিক্ষার্থীদের হাতে প্রবেশপত্র তুলে দেয় কলেজ কর্তৃপক্ষ। এতে রবিবার অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেয় ওই শিক্ষার্থীরা।

বেসরকারি প্রশান্তি আইডিয়াল স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ওয়াহিদুর রহমান ধন্যবাদ জানিয়ে বলেন,
প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামানের সাথে কথা হওয়ায় কলেজের কাজটি সহজ হয়েছে। ১৭ জন শিক্ষার্থীর তথ্যটি সঠিক ছিল না, ১২ জন শিক্ষার্থী প্রবেশপত্র পেয়েছে। তারা রবিবারের পরীক্ষায় অংশ নিবে। এজন্য তিনি ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ প্রধান পরীক্ষা নিয়ন্ত্রককে ধন্যবাদ জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

জামালপুরের ১২ শিক্ষার্থী প্রবেশপত্র পেলেন, পরিক্ষা দিলেন রবিবার

আপডেট সময় : ০৪:২৬:৪২ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫

চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নিতে জামালপুরের প্রশান্তি আইডিয়াল স্কুল এন্ড কলেজের ১৭ শিক্ষার্থী গত বৃহস্পতিবার সকালে কলেজে গিয়ে প্রবেশপত্র না পেয়ে কলেজের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা।

এরপর ‘জামালপুরে পরীক্ষা থেকে বঞ্চিত ১৭ শিক্ষার্থী, পালিয়েছে কলেজ কর্তৃপক্ষ’ শিরোনামে দৈনিক সবুজ বাংলার অনলাইন ভার্সনে এবং ‘এইচএসসি পরিক্ষা বঞ্চিত ১২ শিক্ষার্থী’ শিরোনামে দৈনিক সবুজ বাংলায় প্রিন্ট ভার্সনে সংবাদ প্রকাশ করে।

ওইদিন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছিলেন, পরীক্ষার্থীরা যোগাযোগ করলে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

শুক্রবার সকালে ময়মনসিংহ শিক্ষা বোর্ড গঠিত একটি তদন্ত কমিটি অভিযুক্ত প্রশান্তি আইডিয়াল স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন। কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগের প্রেক্ষিতে ওই শিক্ষার্থীদের ফরম ফিলাপ করার সুযোগ দিয়ে প্রবেশপত্র সরবরাহ করে ময়মনসিংহ শিক্ষা বোর্ড।

শনিবার (২৮ জুন) রাত দশটার দিকে শিক্ষার্থীদের প্রবেশপত্র দেয়া হয়। সকল আনুষ্ঠানিকতা শেষ করে শনিবার রাতেই শিক্ষার্থীদের হাতে প্রবেশপত্র তুলে দেয় কলেজ কর্তৃপক্ষ। এতে রবিবার অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেয় ওই শিক্ষার্থীরা।

বেসরকারি প্রশান্তি আইডিয়াল স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ওয়াহিদুর রহমান ধন্যবাদ জানিয়ে বলেন,
প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামানের সাথে কথা হওয়ায় কলেজের কাজটি সহজ হয়েছে। ১৭ জন শিক্ষার্থীর তথ্যটি সঠিক ছিল না, ১২ জন শিক্ষার্থী প্রবেশপত্র পেয়েছে। তারা রবিবারের পরীক্ষায় অংশ নিবে। এজন্য তিনি ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ প্রধান পরীক্ষা নিয়ন্ত্রককে ধন্যবাদ জানিয়েছেন।