ট্রাফিক পুলিশের সাথে ট্রাফিকের দায়িত্ব পালন করছে খাগড়াছড়ি জেলা বিএনপির নেতা কর্মীরা।
আজ সকাল ৭ টা থেকে জেলা শহরের শাপলা চত্বর, কোর্ড বিল্ডিং এলাকাসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে বিএনপির ৩০ জন কর্মী ট্রাফিক পুলিশের পাশাপাশি ট্রাফিকের দায়িত্ব পালন করছে তাঁরা।
বিএনপির নেতা ওয়াহিদুর রহমান ও দীন ইসলাম পারভেজ জানান, আমাদের নেতা ওয়াদুদ ভূঁইয়া নির্দেশে জেলা যুবদল, ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কে বাজারে যানযট সৃষ্টি না হয় দেখাশোনার দায়িত্ব দিয়েছে, আমরা এখন পালন করছি সড়কে।
টমটম চালকরা জানান, সপ্তাহে ২ দিন বাজারে সড়কের যানযট বেশি হয়, বিএনপি ট্রাফিক দায়িত্ব নেয়ার ফলে সড়কের যানযট নেই আজকে।
ট্রাফিক পুলিশের সার্জেন্ট পলক দে বলেন, শাপলা চত্বরে আমরা চেষ্টা করি যানযট যেন সৃষ্টি না হয়, আমাদের লোকবল কম মাত্র ৩ জন সবকিছুতে পারি না, ভালো লাগছে বিএনপির ৩০ জন কর্মীরা ট্রাফিকের দায়িত্ব পালন করছে সড়কের কোনো যানযট নেই।
শিরোনাম
খাগড়াছড়িতে ট্রাফিকের দায়িত্ব পালন করছে বিএনপি
-
খাগড়াছড়ি প্রতিনিধি - আপডেট সময় : ০২:১২:১০ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
- ।
- 63
জনপ্রিয় সংবাদ
























