ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের সংরক্ষিত বনাঞ্চল থেকে উদ্ধার করা হয়েছে মা-হারা মায়া হরিণের শাবক।
স্থানীয় সচেতন তরুণ আব্দুল কুদ্দুছ শোভনছড়ি বন থেকে লোকালয়ে চলে আসা শাবকটিকে উদ্ধার করে বিষয়টি অবগত করেন হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরীকে।
পরে তাঁর সহায়তায় যোগাযোগ করা হয় ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরীর সাথে।
উপজেলা নির্বাহী অফিসার প্রাথমিকভাবে শাবকটির পরিচর্যার ব্যবস্থা গ্রহণ করেন এবং চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ’র সঙ্গে পরামর্শ করেন। কিউরেটরের মতে, শাবকটি বর্তমানে দুর্বল অবস্থায় রয়েছে। এখনই প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দিলে তার জীবন ঝুঁকিতে পড়তে পারে।
তাই চিকিৎসা ও পুনর্বাসনের জন্য শাবকটিকে চট্টগ্রাম চিড়িয়াখানায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
রবিবার সকালে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শাবকটি চট্টগ্রাম চিড়িয়াখানায় পাঠানো হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, “বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
























