লালমনিরহাট পৌরসভা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (২৯ জুন ২০২৫) দিনব্যাপী এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে মাদকসেবী, চোর এবং চোরাই মালামাল ক্রয়কারীরা রয়েছে। আটক মাদকসেবীদের মধ্যে ১০ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বাকিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশের তথ্যমতে, গ্রেফতার হওয়া মাদকসেবীদের প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালত তিন মাস, দুই মাস, এক মাস এবং ১৫ দিনের সাজা প্রদান করেন। এছাড়াও প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়।
অপরদিকে, লালমনিরহাট থানায় দায়েরকৃত একটি চুরির মামলায় অভিযান চালিয়ে চোরাইকৃত মালামালসহ দুই জনকে আটক করা হয়। এদের মধ্যে একজন চুরি করার সাথে সরাসরি জড়িত এবং অপরজন চোরাই মালামাল ক্রয়কারী। একই মামলায় আরও তিনজনকে অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে।
লালমনিরহাট থানা সূত্রে জানা যায়, আটককৃতদের বিরুদ্ধে প্রসিকিউশন নং ২৫৭, ২৫৮ ও ২৫৯, তারিখ ২৯ জুন ২০২৫ অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও চুরি দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ আরও কঠোর অবস্থানে রয়েছে।
























