১০:২০ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপদ কর্মস্থলের দাবিতে মানববন্ধন

রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক ফার্মাসিস্টের উপর হামলার ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালন করেছেন হাসপাতালের কর্মকর্তা কর্মচারীগণ। সমাবেশে তারা তাদের নিরাপত্তা সহ হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। সোমবার ৩০ জুন সকাল ১১.০০ ঘটিকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ সমাবেশ পালন করেন তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন শিশু কনসাল্টেন্ট ডাঃ উম্মে কুলসুম বিউটি, মেডিকেল টেকনোলজিস্ট আনোয়ার হোসেন, ফার্মাসিস্ট জাহিদ হাসান, সিনিয়র স্টাফ নার্স শারমিন নাহার, লতা রায়, উজ্জ্বল রায় ও সচেতন ব্যক্তিবর্গ। সমাবেশে শিশু কনসালটেন্ট ডাঃ উম্মে কুলসুম বিউটি বলেন ফার্মাসিস্ট আবু মোতালেব (মামুন) এর উপর হামলাকারী এবং জড়িতদের অতিসত্বর গ্রেফতার এবং বিচারের আওতায় আনতে হবে। তা না হলে আমরা আরও কঠোর আন্দোলন গড়ে তুলবো। এছাড়াও তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা যাতে নিরাপত্তার সাথে দায়িত্ব পালন করতে পারে সে পদক্ষেপ নিতে কতৃপক্ষের নিকট আহ্বান জানান।
ফার্মাসিস্ট আবু মোতালেব (মামুন) এর উপর হামলার ঘটনা উল্লেখ করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম রসুল (রাখি) বলেন, মানববন্ধন ও প্রতিবাদ সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি স্মারকলিপি প্রেরণ করা হবে। উল্লেখ থাকে গত ২৮শে জুন ২০২৫ ইং তারিখে ফার্মাসিস্ট মোঃ আবু মোওালেব (মামুন) কে তার নিজ কর্মস্থল রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনকালে কয়েকজন দুষ্কৃতকারী তার চেম্বার থেকে ডেকে নিয়ে তার উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে আহত করে। এ ঘটনায় রাজারহাট থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপদ কর্মস্থলের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৮:১১:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫

রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক ফার্মাসিস্টের উপর হামলার ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালন করেছেন হাসপাতালের কর্মকর্তা কর্মচারীগণ। সমাবেশে তারা তাদের নিরাপত্তা সহ হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। সোমবার ৩০ জুন সকাল ১১.০০ ঘটিকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ সমাবেশ পালন করেন তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন শিশু কনসাল্টেন্ট ডাঃ উম্মে কুলসুম বিউটি, মেডিকেল টেকনোলজিস্ট আনোয়ার হোসেন, ফার্মাসিস্ট জাহিদ হাসান, সিনিয়র স্টাফ নার্স শারমিন নাহার, লতা রায়, উজ্জ্বল রায় ও সচেতন ব্যক্তিবর্গ। সমাবেশে শিশু কনসালটেন্ট ডাঃ উম্মে কুলসুম বিউটি বলেন ফার্মাসিস্ট আবু মোতালেব (মামুন) এর উপর হামলাকারী এবং জড়িতদের অতিসত্বর গ্রেফতার এবং বিচারের আওতায় আনতে হবে। তা না হলে আমরা আরও কঠোর আন্দোলন গড়ে তুলবো। এছাড়াও তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা যাতে নিরাপত্তার সাথে দায়িত্ব পালন করতে পারে সে পদক্ষেপ নিতে কতৃপক্ষের নিকট আহ্বান জানান।
ফার্মাসিস্ট আবু মোতালেব (মামুন) এর উপর হামলার ঘটনা উল্লেখ করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম রসুল (রাখি) বলেন, মানববন্ধন ও প্রতিবাদ সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি স্মারকলিপি প্রেরণ করা হবে। উল্লেখ থাকে গত ২৮শে জুন ২০২৫ ইং তারিখে ফার্মাসিস্ট মোঃ আবু মোওালেব (মামুন) কে তার নিজ কর্মস্থল রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনকালে কয়েকজন দুষ্কৃতকারী তার চেম্বার থেকে ডেকে নিয়ে তার উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে আহত করে। এ ঘটনায় রাজারহাট থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
এমআর/সবা