চট্টগ্রামের হাটহাজারীতে একটি পুকুর থেকে রোকেয়া বেগম (৬৩) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সোয়া ৯টার দিকে পৌরসভার ১নং ওয়ার্ডের সিদ্দিক আহমদের বাড়ির তলোয়ার বাংলা মাজার সংলগ্ন পুকুরে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।
নিহত রোকেয়া বেগম গড়দুয়ারা ইউনিয়নের নজির আহমদ উকিলের বাড়ির ফরিদ আহমদ মাষ্টারের স্ত্রী। তিনি হাটহাজারী পৌরসভার শায়েস্তা খাঁ পাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে মো. ফরমান সুশান জানান, সকালে কাউকে কিছু না বলেই তার মা বাসা থেকে বেরিয়ে যান। তিনি জানান, কিছুদিন আগে মলম পার্টির খপ্পরে পড়ে অজ্ঞান হওয়ার পর থেকে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার এসআই আসআদ বিন আব্দুল কাদির বলেন, “আমরা লাশটি উদ্ধার করেছি। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
এমআর/সবা
শিরোনাম
হাটহাজারীতে পুকুরে ভাসমান অবস্থায় বৃদ্ধার লাশ উদ্ধার
-
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি - আপডেট সময় : ০৮:৫৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
- ।
- 231
জনপ্রিয় সংবাদ
























