ইসলামী বিশ্ববিদ্যালয়ে গতবছরের জুলাই অভ্যুত্থানে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম আশরাফ উদ্দিন খান আজহারী।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ইবি সমন্বয়ক এস এম সুইট, ছাত্রশিবির সেক্রেটারি ইউসুফ আলী, শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা।
ইবি সমন্বয়ক এস. এম. সুইট বলেন, ‘ফ্যাসিবাদ পতনের জুলাই অভ্যুত্থানের এক বছর হতে চলেছে। আমরা সব সময়ই জুলাইয়ের শহীদদের স্মরণ করি, তাঁদের আত্মত্যাগকে শ্রদ্ধা করি। তাদের কারণেই আমরা স্বাধীনভাবে জীবনযাপন করতে পারছি। যতদিন বেঁচে থাকবো, আমরা আমাদের শহীদ ভাই-বোন ও আহতদের জন্য দোয়া করে যাব। আমরা তাঁদের কখনো ভুলবো না।’
ইবি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, শহীদদের কোনো দল, মত ছিল না। তারা দেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য শাহাদাত বরণ করেছেন। তাদের রক্তের ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না। আমরা শুধু তাদের আত্মার মাগফিরাত কামনা করতে পারি, আল্লাহর কাছে দোয়া করতে পারি। ৫ই আগস্টের পর গোটা জাতি যে আনন্দ করেছে, বিশেষ করে ছাত্রসমাজ সেটি ভুলবার নয়। এ দেশকে মুক্ত করতে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফেরাত এবং যারা নিজেদের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ হারিয়েছে, আমরা তাদের দ্রুত সুস্থতা কামনা করি।’
























