যশোরে বৃষ্টির মধ্যে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে মিশকাত রহমান সুলতান (১২) এক
ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ জুলাই) বেলা ১১ টার দিকে সদর উপজেলার ইছালীর কামারগন্না সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। নিহত সুলতান কামারগন্না গ্রামের রাসেল হোসেনের ছেলে ও ইছালী মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
নিহতের স্বজনরা জানান, কামারগন্না স্কুল মাঠে বৃষ্টির মধ্যে ফুটবল খেলছিল সুলতান। তখন হঠাৎ বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনেন। এ সময় জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক বিচিত্র মল্লিক সুলতানকে মৃত ঘোষণা করেন।
সুলতানের মর্মান্তিক মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
























