ময়মনসিংহের ভালুকা পৌরসভার টিএন্ডটি রোডের হাজীর ভিটা মহল্লার
উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর গোলাম মোহাম্মদ সারুয়ার জাহানের বাসায়
দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ওই চোরের দল স্বর্ণালংকার,
প্রয়োজনীয় বিভিন্ন কাগজপত্র নিয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে
জিএম সারুয়ার জাহান হার্টে সমস্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের
লোকজন তাকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় নিয়ে যায়। এই
সুযোগে সংঘবদ্ধ চোরের দল বারান্দার গ্রিলের দরজাসহ আরও চারটি রুমের দরজার
তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ওয়াড্রোপের ড্রয়ার খুলে দুই ভরি স্বর্ণালংকার,
জমির কাগজ ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়। জিএম সারুয়ার জাহানের
ছোট বোন ফারজানা আলম জানান, বড় ভাইকে ঢাকায় হাসপাতালে ভর্তি
করিয়ে শনিবার (৫ জুলাই) সকাল ৮টার দিকে বাসায় এসে দেখি বারান্দার
গ্রিলের সহ চারটি দরজার তালা ভাঙ্গা। অলংকার, জমির কাগজসহ আরও অনেক
প্রয়োজনীয় কাগজপত্র নেই। এ ঘটনায় ভালুকা মডেল থানায় একটি লিখিত
অভিযোগ দেওয়া হয়েছে।
শিরোনাম
ভালুকায় স্যানেটারি ইন্সপেক্টরের বাসায় চুরি
-
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি - আপডেট সময় : ০৩:৩০:২৮ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
- ।
- 423
জনপ্রিয় সংবাদ
























