বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগের অংশ হিসেবে হাজারো নেতাকর্মী নিয়ে শোডাউন ও লিফলেট বিতরণ করেছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা শ্রমিক দল।
শনিবার (৫ জুলাই) বিকেলে বিএনপির নির্বাহী সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় একটি র্যালী বের করা হয়। এরপর মোগরাপাড়া চৌরাস্তায় পথচারী ও বিভিন্ন মার্কেটে দোকানদারদের মাঝে লিফলেট বিতরণ করেন নেতৃবৃন্দ। এসময় তারা সবাইকে ৩১ দফার মানে বুঝিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে বিএনপির পতাকাতলে থাকার আহবান জানান।
নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও উপজেলা শ্রমিক দলের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু। আরও উপস্থিত ছিলেন, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জুয়েল রানা, যুবদলের যুগ্ম-আহবায়ক কাউসার আহমেদ, বিএনপি নেতা মাসুম রানা, বিএম ডালিম, যুবদল নেতা করিম রহমান, মাসুম বিল্লাহ, সোহেল রানা ও ইমরান ফারুক প্রমুখ।
এমআর/সবা
শিরোনাম
সোনারগাঁয়ে শ্রমিক দলের গণসংযোগ ও লিফলেট বিতরণ
-
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি - আপডেট সময় : ০৬:৩৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
- ।
- 214
জনপ্রিয় সংবাদ
























