রংপুরের তারাগঞ্জ উপজেলায় গভীর রাতে গোয়ালঘরের তালা ভেঙে ছয়টি গরু চুরি করে নিয়ে গেছে চোরচক্র। গরুগুলো হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক মেনারুল ইসলাম। ঘটনাটি ঘটেছে উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর ঝাকুয়াপাড়া গ্রামে।
জানা গেছে, মেনারুল ইসলাম একটি গরু থেকে বেড়ে চারটি গাভি ও তিনটি বাছুর হয়। দুধ বিক্রির টাকায় চলতো তাদের সংসার, সন্তানদের পড়াশোনার খরচ। কিন্তু গত রবিবার রাতে সবকিছু যেন মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল। ঘরের তালা ভেঙে চোরেরা চুরি করে নিয়ে যায় গোয়ালঘরের ছয়টি গরু। শূন্য হয়ে যায় মেনারুলের স্বপ্নের খামার। রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ঝাঁকুয়াপাড়া গ্রামের মেনারুল ইসলাম গরু হারিয়ে এখন নিঃস্ব। উপজেলার কুর্শা ঝাঁকুয়াপাড়া গ্রামের এমাজ উদ্দিনের ছেলে মেনারুল ইসলাম পেশায় দিনমজুর। তাঁর একার আয়ে চলে ছয় সদস্যের সংসার। দিনমজুরি আর গাভির দুধ বিক্রির টাকায় ভালোয় চলছিল তাদের সংসার। গত রবিবার দিবাগত রাতে খামারে গাভিগুলো গোয়াল দরজার তালা কাটা। ভেতরে গিয়ে দেখেন গোয়ালে নেই গরু। মেনারুল ইসলাম বলেন, কষ্ট করে গরুগুলো লালন-পালন করা হচ্ছিল। দুধ বেচে ছেলে-মেয়েক স্কুলে পাঠাইছি, ওদের বই ক্রয় করে দিয়েছি। এত কষ্ট করছি। এখন সব শেষ। যারা নিয়া গেছে, তারা জানে না, গরুগুলো আমার সন্তান ছিল। এখন কীভাবে দিন চলবে বুঝতেছি না। মেনারুলের স্ত্রী লাইলী বেগম বলেন, চোরেরা ফকির বানে দিল হামাক। বাচি থাকার সম্বল কোনা চুরি করি নিল। চোখে এখন আন্ধার দেখছি। এমন ঘটনার পর গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী বলেন, এর আগেও চুরি হয়েছে, তবে এমন ক্ষতির শিকার কেউ হয়নি। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ ফারুক বলেন, ঝাঁকুয়াপাড়ায় খামার থেকে গরু চুরি ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশের একটি টিম সেখানে গিয়েছে। গরু উদ্ধারে চেষ্টা করা হচ্ছে।
এমআর/সবা
শিরোনাম
রংপুরের তারাগঞ্জে গোয়ালঘর ভেঙে কৃষক মেনারুলের ৬টি গরু চুরি
-
রংপুর ব্যুরো - আপডেট সময় : ০৬:৪১:০২ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
- ।
- 119
জনপ্রিয় সংবাদ
























