ত্রিশাল উপজেলার ৫৩০ জন ভোটার স্মার্ট জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) না পাওয়ার ঘটনায় অবশেষে ব্যবস্থা নিয়েছে উপজেলা নির্বাচন অফিস। তাদের কার্ড পুনমুদ্রণের জন্য একটি তালিকা তৈরি করে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক বরাবর চিঠি পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন ত্রিশাল উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদুল হাসান। তিনি জানান, “পুরাতন ভোটারদের স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম চলাকালে দেখা যায়, প্রায় ৫৩০ জন ভোটারের কার্ড বিতরণের জন্য প্রেরিত হলেও, ইউনিয়নভিত্তিক কার্ড বক্স ও কম্পার্টমেন্ট চেক করার পরও তা খুঁজে পাওয়া যায়নি।”
গত ৪ জুলাই দৈনিক সবুজ বাংলা পত্রিকায় “ত্রিশালে স্মার্ট কার্ড পাননি তিন সাংবাদিক” শিরোনামে সংবাদ প্রকাশের পর উপজেলা নির্বাচন অফিসার নজরে আসে। সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে নির্বাচন অফিস খতিয়ে দেখে বুঝতে পারে, বিষয়টি শুধু কয়েকজনের মধ্যে সীমাবদ্ধ নয়—একই সমস্যায় আরও কয়েক শতাধিক ভোটার ভুগছেন।
নির্বাচন কর্মকর্তা বলেন, “যাদের কার্ড খুঁজে পাওয়া যায়নি, তাদের নামের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে প্রয়োজনীয় আনুষঙ্গিক তথ্যসহ মহাপরিচালক বরাবর চিঠি পাঠানো হয়েছে। আশা করছি, দ্রুতই পুনমুদ্রণ সম্পন্ন করে কার্ড সরবরাহ করা যাবে।”
এদিকে ভুক্তভোগীরা স্মার্ট কার্ড না পেয়ে বিভিন্ন সেবা গ্রহণে জটিলতার শিকার হচ্ছেন বলে জানান। তারা দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন।
এমআর/সবা
শিরোনাম
স্মার্ট কার্ড না পাওয়া ৫৩০ জনের তালিকা পুনমুদ্রণে পাঠাল নির্বাচন অফিস
-
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি - আপডেট সময় : ০৬:৪৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
- ।
- 93
জনপ্রিয় সংবাদ
























