শহীদ আবু সাঈদের স্মরণে বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে শহীদ আবু সাঈদ ফিদে র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতায় বাংলাদেশ আনসারের ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া চ্যাম্পিয়ন হয়েছেন। তাহসিন ৯ খেলায় ৮ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন। একই পয়েন্ট পেয়ে স্পোর্টস বাংলার ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস রানারআপ হয়েছেন।
তাহসিন ও সুব্রতর অর্জিত পয়েন্ট সমান হওয়ায় টাইব্রেকিং পদ্ধতিতে তাহসিন জিয়া চ্যাম্পিয়ন ও সুব্রত রানারআপ হন।
একদিন আগেই প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান মেমোরিয়াল দাবায় জিয়ার ছেলে তাহসিন রানারআপ এবং সুব্রত চ্যাম্পিয়ন হন। এবার শহীদ আবু সাঈদ দাবা সুব্রতকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হলেন তাহসিন।
সাত পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় তৃতীয়, সাধারণ বীমা কর্পোরেশন স্পোর্টিং ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার আবজিদ রহমান চতুর্থ, বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন পঞ্চম, বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার শরীফ হোসেন ষষ্ঠ, ফিদেমাস্টার নাইম হক সপ্তম, মানহা’স ক্যাসেলের ক্যান্ডিডেট মাস্টার সাজিদুল হক অষ্টম, ইসফট এরিনা চেস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার শফিক আহমেদ নবম, নারী ক্যান্ডিডেট মাস্টার নীলাভা চৌধুরী দশম স্থান লাভ করেন।
বিশেষ পুরস্কার পান যথাক্রমে : তাশরিক সায়হান শান, মোহাম্মদউল্লাহ মোহন, দিপু সিংঙ্গ, সিয়াম চৌধুরী, নারী আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ এবং দেলোয়ার হোসেন।
আজ বুধবার (১৬ জুলাই) দিনব্যাপী অনুষ্ঠিত এ র্যাপিড দাবায় ১৪৫ খেলোয়াড় অংশগ্রহণ করেন এবং বিজয়ীদের মোট নগদ এক লাখ টাকা অর্থ পুরস্কার দেয়া হয়।
আরকে/সবা


























