০৪:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ

অতিরিক্ত ম্যাচের চাপে নাভিশ্বাস টেকনিক্যাল কমিটির!

বরিশালের আনিশা হক ইন এ্যাকশন। ছবি : বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন

৫০০ ম্যাচের চাপে পিষ্ট ৩৯তম জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতার টেকনিক্যাল কমিটি। সাথে শাটলারদের অবস্থাও সঙ্গীন। এককথায় প্রতিযোগিতার সাথে যারা জড়িত সবাই আছেন নাকাল অবস্থায়! সবচেয়ে বেশি ভুক্তভোগী টেকনিক্যাল কমিটি (রেফারি, ডেপুটি রেফারি, ম্যাচ কন্ট্রোলার, আম্পায়ার, শাটল কন্ট্রোলার, লাইন জাজ প্যানেল)।

তাদের বিশ্রাম বলতে একেবারেই নেই। এক ম্যাচ থেকে আরেক ম্যাচের সময় ১৫ মিনিটও থাকে না। আজ বুধবার (১৬ জুলাই) তৃতীয় দিনে দেখা গেছে সবারই চোখে ঘুম ঘুম অবস্থা! হবেই না কেন ! সকাল সাড়ে সাতটা থেকে রাত বারোটা পযন্ত একনাগাড়ে খেলা চালোনো চাট্টিখানি কথা নয়! এই তিন দিনে তারা প্রায় সাড়ে তিনশ থেকে চারশ খেলা চালিয়েছেন!

খেলা কিছু কমে যাওয়ায় আজ থেকে কিছুটা বিশ্রাম পেতে পারেন টেকনিক্যাল কমিটির সদস্যরা।

তৃতীয় দিনে পুরুষ ও মহিলা এককে সেরা ৩২ এ জায়গা করে নিয়েছেন সোয়াদ, সিফাতউল্লাহ, গালিব, মোস্তাকিম, শুভ, জাবের, শাহেদ, সাকিব, মোক্তার, হিমাংশু, ফাহিম, তুষার, রাসেল, আয়মান, চিংমং, রতন, স্মৃতি রাজবংশী, উর্মি আক্তার, রেহানা, ঐশি, সিনথিয়া, রেশমা, তানজিলা, এলমা, জান্নাতুল, সুস্মিতা, জেরিন, মনিকা, হুমায়রা, তমা।

মিক্সড ডাবলসে প্রি-কোয়ার্টারে নাম লিখিয়েছেন তানভির স্মৃতি জুটি, ইয়ামিন অরোরা জুটি, আবুজর রেহানা জুটি, জুমার উর্মি জুটি, ফারদিন সোম মাইশা জুটি, লোকমান দুলালী জুটি, ওয়ালিউল্লাহ বৃষ্টি জুটি, হাসিবুর তানজিলা জুটি।

আরকে/সবা

জনপ্রিয় সংবাদ

সপরিবারে হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান

জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ

অতিরিক্ত ম্যাচের চাপে নাভিশ্বাস টেকনিক্যাল কমিটির!

আপডেট সময় : ১০:২৯:২৩ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

৫০০ ম্যাচের চাপে পিষ্ট ৩৯তম জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতার টেকনিক্যাল কমিটি। সাথে শাটলারদের অবস্থাও সঙ্গীন। এককথায় প্রতিযোগিতার সাথে যারা জড়িত সবাই আছেন নাকাল অবস্থায়! সবচেয়ে বেশি ভুক্তভোগী টেকনিক্যাল কমিটি (রেফারি, ডেপুটি রেফারি, ম্যাচ কন্ট্রোলার, আম্পায়ার, শাটল কন্ট্রোলার, লাইন জাজ প্যানেল)।

তাদের বিশ্রাম বলতে একেবারেই নেই। এক ম্যাচ থেকে আরেক ম্যাচের সময় ১৫ মিনিটও থাকে না। আজ বুধবার (১৬ জুলাই) তৃতীয় দিনে দেখা গেছে সবারই চোখে ঘুম ঘুম অবস্থা! হবেই না কেন ! সকাল সাড়ে সাতটা থেকে রাত বারোটা পযন্ত একনাগাড়ে খেলা চালোনো চাট্টিখানি কথা নয়! এই তিন দিনে তারা প্রায় সাড়ে তিনশ থেকে চারশ খেলা চালিয়েছেন!

খেলা কিছু কমে যাওয়ায় আজ থেকে কিছুটা বিশ্রাম পেতে পারেন টেকনিক্যাল কমিটির সদস্যরা।

তৃতীয় দিনে পুরুষ ও মহিলা এককে সেরা ৩২ এ জায়গা করে নিয়েছেন সোয়াদ, সিফাতউল্লাহ, গালিব, মোস্তাকিম, শুভ, জাবের, শাহেদ, সাকিব, মোক্তার, হিমাংশু, ফাহিম, তুষার, রাসেল, আয়মান, চিংমং, রতন, স্মৃতি রাজবংশী, উর্মি আক্তার, রেহানা, ঐশি, সিনথিয়া, রেশমা, তানজিলা, এলমা, জান্নাতুল, সুস্মিতা, জেরিন, মনিকা, হুমায়রা, তমা।

মিক্সড ডাবলসে প্রি-কোয়ার্টারে নাম লিখিয়েছেন তানভির স্মৃতি জুটি, ইয়ামিন অরোরা জুটি, আবুজর রেহানা জুটি, জুমার উর্মি জুটি, ফারদিন সোম মাইশা জুটি, লোকমান দুলালী জুটি, ওয়ালিউল্লাহ বৃষ্টি জুটি, হাসিবুর তানজিলা জুটি।

আরকে/সবা