১০:১১ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীলঙ্কাকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

টেস্ট এবং ওয়ানডে সিরিজ হারলেও টোয়েন্টি সিরিজ ঠিকই জিতেছে বাংলাদেশ। আজ বুধবার (১৬ জুলাই) কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ স্বাগতিক শ্রীলঙ্কাকে সহজেই ৮ উইকেট হারায় এবং ২-১ ব্যবধানে সিরিজ জয় করে।
টসে জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩২ রান সংগ্রহ করে লঙ্কাবাহিনী। বাংলাদেশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়েই এমনটা হয়েছে। পাথুম নিসাঙ্কা ৪৬, শানাকা ৩৫* এবং কামিন্দু মেন্ডিস ২১ রান করেন। বাকিরা কেউই দুই অংকের রান করতে পারেননি।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন ডান হাতি অফ স্পিনার মাহেদী হাসান। মাত্র ১১ রানে তিনি শিকার করেন ৪ উইকেট (ম্যাচসেরাও হন তিনি)। এছাড়া উইকেট পান শামীম হোসেন (১/১০), মুস্তাফিজুর রহমান (১/১৭) এবং শরীফুল ইসলাম (১/৫০)।

জবাবে ব্যাটিং করতে নেমে ১৬.৩ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে প্রয়োজনীয় ১৩৩ রান করে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। টপ স্কোরার হন তানজীদ হাসান (৭৩*)। এছাড়া লিটন দাস (লিটন প্লেয়ার অব দ্য সিরিজ হন) ৩২ ও তাওহীদ হৃদয় করেন ২৭* রান।

লঙ্কান বোলারদের মধ্যে ১টি করে উইকেট পান কামিন্দু মেন্ডিস ও নুয়ান থুশারা।

আরকে/সবা

জনপ্রিয় সংবাদ

নায়ক রিয়াজের মৃত্যুসংবাদ ফেসবুকে, যা জানাল পরিবার

শ্রীলঙ্কাকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

আপডেট সময় : ১০:৫৬:১৯ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

টেস্ট এবং ওয়ানডে সিরিজ হারলেও টোয়েন্টি সিরিজ ঠিকই জিতেছে বাংলাদেশ। আজ বুধবার (১৬ জুলাই) কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ স্বাগতিক শ্রীলঙ্কাকে সহজেই ৮ উইকেট হারায় এবং ২-১ ব্যবধানে সিরিজ জয় করে।
টসে জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩২ রান সংগ্রহ করে লঙ্কাবাহিনী। বাংলাদেশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়েই এমনটা হয়েছে। পাথুম নিসাঙ্কা ৪৬, শানাকা ৩৫* এবং কামিন্দু মেন্ডিস ২১ রান করেন। বাকিরা কেউই দুই অংকের রান করতে পারেননি।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন ডান হাতি অফ স্পিনার মাহেদী হাসান। মাত্র ১১ রানে তিনি শিকার করেন ৪ উইকেট (ম্যাচসেরাও হন তিনি)। এছাড়া উইকেট পান শামীম হোসেন (১/১০), মুস্তাফিজুর রহমান (১/১৭) এবং শরীফুল ইসলাম (১/৫০)।

জবাবে ব্যাটিং করতে নেমে ১৬.৩ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে প্রয়োজনীয় ১৩৩ রান করে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। টপ স্কোরার হন তানজীদ হাসান (৭৩*)। এছাড়া লিটন দাস (লিটন প্লেয়ার অব দ্য সিরিজ হন) ৩২ ও তাওহীদ হৃদয় করেন ২৭* রান।

লঙ্কান বোলারদের মধ্যে ১টি করে উইকেট পান কামিন্দু মেন্ডিস ও নুয়ান থুশারা।

আরকে/সবা