চরফ্যাশন উপজেলার ঐতিহ্যবাহী ধর্মীয় বিদ্যাপীট হাজারীগঞ্জ হামিদিয়া ফাজিল মাদরাসার গভর্নিং বডির সভাপতি মনোনীত হয়েছেন অধ্যাপক আলম শাহ । গত ১৪ জুলাই ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: আইয়ুব হোসেন স্বাক্ষরিত স্মারক নং ইআবি/ রেজি/ প্রশা/ফা.প.ব./ব/ ২০১৭/ ১৬০৫৯ এ তাঁকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়।
অধ্যাপক আলম শাহ রসুলপুর নাজিম উদ্দীন আলম ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি উক্ত মাদরাসার সভাপতি ছাড়াও উপজেলা জিয়া পরিষদের সভাপতি দায়িত্ব পালন করছেন।
বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ হিতৈষি এ শিক্ষাবিদ উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি মনোনীত হওয়ায় তাঁকে বিশিষ্ট জন, রাজনীতিদ,বিভিন্ন মহল ও সংগঠনের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন শুভেচ্ছা জানানো হয়েছে । শুভেচ্ছা বার্তায় বিশিষ্ট জনেরা বলেন, আপনার সফলতার জন্য আন্তরিক শুভেচ্ছা। আপনার নতুন যাত্রা আনন্দ ও সাফল্যে ভরে উঠুক। এই পথচলায় আপনার সমস্ত প্রচেষ্টা সফল হোক, এবং আপনি আপনার লক্ষ্যে পৌঁছান, আপনার জন্য নিরন্তর শুভকামনা রইল।
শুভেচ্ছা ও অভিনন্দন জানানো বিশিষ্ট ব্যক্তিবর্গ ও রাজনীতিবিদরা হলেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, সাবেক সিনিয়র সহ সভাপতি আনম আমিরুল ইসলাম মিন্টিজ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী, সেচ্ছাসেবক দলের সভাপতি মীর শাহাদাত হোসেন ছায়েদ, উপজেলা বিএনপির সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক শামসউদ্দীন কাউস চরফ্যাশন পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম সেলিম প্রমুখ। এ ছাড়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠন, সুশীল সমাজ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
অধ্যাপক আলম শাহের নাজিম উদ্দীন আলমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ:
এক বার্তায় অধ্যাপক আলম শাহ বলেন , আমাকে গভর্নিং বডির সভাপতি নির্বাচিত করায় সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহি কমিটির সদস্য আলহাজ নাজিম উদ্দীন আলমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার ব্যক্তিগত ও চরফ্যাশন উপজেলা জিয়া পরিষদের পক্ষ থেকে। আমি আশা করি আপনার সুপরামর্শে হাজারীগঞ্জ হামিদিয়া ফাজিল মাদরাসার শিক্ষার মান উন্নয়ন ও অবকাঠামগত উন্নয়ন অব্যাহত রাখবো। মাদরাসার শিক্ষক-কর্মচারীরাও বিএনপি নেতা নাজিম উদ্দীন আলমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শিক্ষক – কর্মচারীরা বলেন, এক দক্ষ-চৌকস প্রবীণ শিক্ষাবিদকে আমাদের প্রতিষ্ঠানের সভাপতি নির্বাচিত করায় তাঁর প্রতি আমরা বিশেষ ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।






















