০২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ

প্রি-কোয়ার্টার ফাইনালে দেশসেরা শাটলাররা

জাতীয় ব্যাডমিন্টনে প্রি-কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন দেশসেরা শাটলাররা। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) ঢাকার পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত মেয়েদের এককে ৩২ জনের খেলায় শীর্ষ বাছাই সেনাবাহিনীর উর্মি আক্তার ২-০ সেটে বরিশাল বিভাগের সৈয়দা আনিসা হককে হারিয়ে শেষ ১৬ তে জায়গা করে নেন। একই দলের নাসিমা খাতুন ২-০ সেটে টাঙ্গাইলের তমা খাতুনকে, আনসারের মাতেনা মাধুর্য্য বিশ্বাস সমান সেটে পাবনার জান্নাতুল ফেরদৌসকে এবং সেনাবাহিনীর বৃষ্টি খাতুন ২-০ সেটে বান্দরবানের হ্লাসিং প্রুকে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন।

অন্যদিকে পুরুষ এককের ৩২-এর খেলায় শীর্ষ বাছাই আনসারের খন্দকার আবদুস সোয়াদ ২-০ সেটে গোপালগঞ্জের ইমন মোল্লাকে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে ওঠেন। এছাড়া আনসারের এসএসএম সিবগাত উল্লাহ ২-১ সেটে যুক্তরাষ্ট্র প্রবাসী শাটলার পুলিশের আয়মান ইবনে জামান, আনসারের আবদুল হামিদ লোকমান ২-০ সেটে বান্দরবানের সুই চিং মং মারমা ও সেনাবাহিনীর আল আমিন ঝুমার ২-০ সেটে ঢাকা বিভাগের মোক্তার হোসেনকে হারিয়ে শেষ ১৬ তে উঠেছেন।

আরকে/সবা

জনপ্রিয় সংবাদ

জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ

প্রি-কোয়ার্টার ফাইনালে দেশসেরা শাটলাররা

আপডেট সময় : ০৬:০৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

জাতীয় ব্যাডমিন্টনে প্রি-কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন দেশসেরা শাটলাররা। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) ঢাকার পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত মেয়েদের এককে ৩২ জনের খেলায় শীর্ষ বাছাই সেনাবাহিনীর উর্মি আক্তার ২-০ সেটে বরিশাল বিভাগের সৈয়দা আনিসা হককে হারিয়ে শেষ ১৬ তে জায়গা করে নেন। একই দলের নাসিমা খাতুন ২-০ সেটে টাঙ্গাইলের তমা খাতুনকে, আনসারের মাতেনা মাধুর্য্য বিশ্বাস সমান সেটে পাবনার জান্নাতুল ফেরদৌসকে এবং সেনাবাহিনীর বৃষ্টি খাতুন ২-০ সেটে বান্দরবানের হ্লাসিং প্রুকে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন।

অন্যদিকে পুরুষ এককের ৩২-এর খেলায় শীর্ষ বাছাই আনসারের খন্দকার আবদুস সোয়াদ ২-০ সেটে গোপালগঞ্জের ইমন মোল্লাকে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে ওঠেন। এছাড়া আনসারের এসএসএম সিবগাত উল্লাহ ২-১ সেটে যুক্তরাষ্ট্র প্রবাসী শাটলার পুলিশের আয়মান ইবনে জামান, আনসারের আবদুল হামিদ লোকমান ২-০ সেটে বান্দরবানের সুই চিং মং মারমা ও সেনাবাহিনীর আল আমিন ঝুমার ২-০ সেটে ঢাকা বিভাগের মোক্তার হোসেনকে হারিয়ে শেষ ১৬ তে উঠেছেন।

আরকে/সবা