০৭:২৫ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বার্সার মেসির ১০ নম্বর জার্সি এখন ইয়ামালের

অবশেষে বার্সেলোনার বহুল কাঙ্ক্ষিত ১০ নম্বর জার্সির মালিক হলেন ‘বিস্ময় বালক’ লামিনে ইয়ামাল।

গত মে মাসেই ইয়ামাল ২০৩১ সাল পর্যন্ত বার্সার সঙ্গে চুক্তি নবায়ন করেন, তবে তখন আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। কারণটা ছিল একান্তই ব্যক্তিগত—সে সময় তার প্রিয় দাদি ফাতিমা পাশে থাকতে পারেননি।

এবার যখন ১০ নম্বর জার্সি হাতে নেওয়ার পালা, তখন আর কেউ বাদ থাকলেন না। বাবা, ভাই, বন্ধু এবং দাদি—সবাইকে সঙ্গে নিয়েই ক্যাম্প ন্যুতে হাজির ইয়ামাল।

এই অনুষ্ঠানের এক আবেগঘন মুহূর্ত ধরা পড়ে ইয়ামালের ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে। সেখানে দেখা যায়, ছোট ভাইয়ের সঙ্গে বসে বার্সার ১০ নম্বর জার্সির আঁকা ছবি নিয়ে কথা বলছেন ইয়ামাল।

স্প্যানিশ এই তারকা বলেন, ‘এই জার্সি পরে শুধু ভালো খেললে হবে না। কেউ ইতিহাস গড়েছেন, কেউ পেয়েছেন আনন্দ। আর একজন তো—আমার দেখা সর্বকালের সেরা।’ ওই কথাটি নিঃসন্দেহে লিওনেল মেসির প্রতি শ্রদ্ধা।

শেষে ভাই যখন তার নামে আঁকা জার্সির ছবি তুলে দেয়, ইয়ামাল বলেন, ‘আমি আমার সর্বস্ব নিংড়ে দেব। আমি নিজেই আমার ইতিহাস গড়ব।’

এটা কোনো নিছক কথার কথা নয়। মাত্র ১৮ বছর বয়সে বার্সার হয়ে ১০৬ ম্যাচে ২৫ গোল, লা লিগা শিরোপা, আর স্পেনের হয়ে ইউরো জয়—এই অর্জনই বলে দেয়, ইয়ামাল কথার চেয়ে কাজে বেশি বিশ্বাসী। মেসির মতোই তার যাত্রা শুরু হয়েছিল ১৯ নম্বর জার্সি দিয়ে।

আর এবার তিনিও পেলেন সেই ১০ নম্বর, যেটা গায়ে জড়িয়ে মেসি গড়েছেন ইতিহাসের পর ইতিহাস।

ইয়ামাল বলেন, ‘ছোটবেলায় স্বপ্ন ছিল বার্সার হয়ে অভিষিক্ত হব এবং ১০ নম্বর জার্সিটা পরে খেলব। মেসি তার মতো করে এটা গড়েছেন, আমি আমার মতো করে গড়ব।’

আরকে/সবা

জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়ি ২৯৮ নং আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন ১০ জন প্রার্থী

বার্সার মেসির ১০ নম্বর জার্সি এখন ইয়ামালের

আপডেট সময় : ০৬:২৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

অবশেষে বার্সেলোনার বহুল কাঙ্ক্ষিত ১০ নম্বর জার্সির মালিক হলেন ‘বিস্ময় বালক’ লামিনে ইয়ামাল।

গত মে মাসেই ইয়ামাল ২০৩১ সাল পর্যন্ত বার্সার সঙ্গে চুক্তি নবায়ন করেন, তবে তখন আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। কারণটা ছিল একান্তই ব্যক্তিগত—সে সময় তার প্রিয় দাদি ফাতিমা পাশে থাকতে পারেননি।

এবার যখন ১০ নম্বর জার্সি হাতে নেওয়ার পালা, তখন আর কেউ বাদ থাকলেন না। বাবা, ভাই, বন্ধু এবং দাদি—সবাইকে সঙ্গে নিয়েই ক্যাম্প ন্যুতে হাজির ইয়ামাল।

এই অনুষ্ঠানের এক আবেগঘন মুহূর্ত ধরা পড়ে ইয়ামালের ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে। সেখানে দেখা যায়, ছোট ভাইয়ের সঙ্গে বসে বার্সার ১০ নম্বর জার্সির আঁকা ছবি নিয়ে কথা বলছেন ইয়ামাল।

স্প্যানিশ এই তারকা বলেন, ‘এই জার্সি পরে শুধু ভালো খেললে হবে না। কেউ ইতিহাস গড়েছেন, কেউ পেয়েছেন আনন্দ। আর একজন তো—আমার দেখা সর্বকালের সেরা।’ ওই কথাটি নিঃসন্দেহে লিওনেল মেসির প্রতি শ্রদ্ধা।

শেষে ভাই যখন তার নামে আঁকা জার্সির ছবি তুলে দেয়, ইয়ামাল বলেন, ‘আমি আমার সর্বস্ব নিংড়ে দেব। আমি নিজেই আমার ইতিহাস গড়ব।’

এটা কোনো নিছক কথার কথা নয়। মাত্র ১৮ বছর বয়সে বার্সার হয়ে ১০৬ ম্যাচে ২৫ গোল, লা লিগা শিরোপা, আর স্পেনের হয়ে ইউরো জয়—এই অর্জনই বলে দেয়, ইয়ামাল কথার চেয়ে কাজে বেশি বিশ্বাসী। মেসির মতোই তার যাত্রা শুরু হয়েছিল ১৯ নম্বর জার্সি দিয়ে।

আর এবার তিনিও পেলেন সেই ১০ নম্বর, যেটা গায়ে জড়িয়ে মেসি গড়েছেন ইতিহাসের পর ইতিহাস।

ইয়ামাল বলেন, ‘ছোটবেলায় স্বপ্ন ছিল বার্সার হয়ে অভিষিক্ত হব এবং ১০ নম্বর জার্সিটা পরে খেলব। মেসি তার মতো করে এটা গড়েছেন, আমি আমার মতো করে গড়ব।’

আরকে/সবা