০১:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শিক্ষার্থীর মৃত্যু

রাবি মেডিকেলকে ‘নাপা সেন্টার’ ঘোষণা শিক্ষার্থীদের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের শিক্ষার্থী মৌমিতা ডেঙ্গুতে মারা যাওয়ার ঘটনায় মেডিকেল সেন্টারের অব্যবস্থা ও প্রশাসনের দায়িত্বহীনতার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৩টায় প্যারিস রোডে মানববন্ধন শেষে প্রশাসনের কাছে স্মারকলিপি দেন তারা। এরপর মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে গিয়ে ‘নাপা সেন্টার’ লেখা ব্যানার টাঙান শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, মৌমিতার মৃত্যুর জন্য প্রশাসন দায়ী। সময়মতো চিকিৎসা পেলে হয়তো তাকে বাঁচানো যেত। তারা বিশ্ববিদ্যালয়ে উন্নত চিকিৎসা সেবা চালু, কার্যকর মশা নিধন, এবং শিক্ষার্থীদের মৌলিক অধিকার নিশ্চিতের দাবি জানান।

ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলাম কনক বলেন, প্রশাসন মশা নিধন কর্মসূচি ও মেডিকেল সেবা উন্নয়নে উদ্যোগ নেবে। শিক্ষার্থীদের দাবিগুলো বাস্তবায়নে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

স্মৃতিসৌধে তারেক রহমান

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শিক্ষার্থীর মৃত্যু

রাবি মেডিকেলকে ‘নাপা সেন্টার’ ঘোষণা শিক্ষার্থীদের

আপডেট সময় : ০৭:২৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের শিক্ষার্থী মৌমিতা ডেঙ্গুতে মারা যাওয়ার ঘটনায় মেডিকেল সেন্টারের অব্যবস্থা ও প্রশাসনের দায়িত্বহীনতার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৩টায় প্যারিস রোডে মানববন্ধন শেষে প্রশাসনের কাছে স্মারকলিপি দেন তারা। এরপর মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে গিয়ে ‘নাপা সেন্টার’ লেখা ব্যানার টাঙান শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, মৌমিতার মৃত্যুর জন্য প্রশাসন দায়ী। সময়মতো চিকিৎসা পেলে হয়তো তাকে বাঁচানো যেত। তারা বিশ্ববিদ্যালয়ে উন্নত চিকিৎসা সেবা চালু, কার্যকর মশা নিধন, এবং শিক্ষার্থীদের মৌলিক অধিকার নিশ্চিতের দাবি জানান।

ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলাম কনক বলেন, প্রশাসন মশা নিধন কর্মসূচি ও মেডিকেল সেবা উন্নয়নে উদ্যোগ নেবে। শিক্ষার্থীদের দাবিগুলো বাস্তবায়নে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
এমআর/সবা