কক্সবাজারের চকরিয়ায় চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মো. আবুল কালাম প্রকাশ পারভেজ (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ জুলাই) চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আবুল কালাম চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মগবাজার খামার পাড়ার মেহের আলীর ছেলে। বর্তমানে বান্দরবানের লামা উপজেলার ইয়াংছা এলাকায় ভাড়া বাসায় থাকলেও, চকরিয়ার বিভিন্ন এলাকায়ও তার ভাড়া বাসা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “আবুল কালামের বিরুদ্ধে ডাকাতি, পুলিশ অ্যাসল্ট ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। ঘটনাস্থল ও মোবাইল কললিস্ট বিশ্লেষণ করে তাকে শনাক্ত করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।”
থানা সূত্রে জানা গেছে, গত সোমবার (১৫ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে ভাড়া বাসায় জানালা দিয়ে বাঁশ ঢুকিয়ে দরজার হুক খোলেন মুখোশধারী এক ব্যক্তি। এরপর বাসায় ঢুকে ছুরির ভয় দেখিয়ে কনস্টেবলের স্ত্রীকে ধর্ষণ করে এবং মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে পালিয়ে যায়।
এ ঘটনায় ভিকটিমের স্বামী, এক পুলিশ কনস্টেবল, চকরিয়া থানায় মামলা দায়ের করেন।
গ্রেপ্তারের পর আবুল কালামকে চুরি মামলায় আদালতে পাঠানো হয়েছে। পরে ধর্ষণ মামলায়ও তাকে গ্রেপ্তার দেখিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।
এমআর/সবা






















