খাগড়াছড়ির দীঘিনালায় বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) প্রধান ফটককে মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত বীর প্রতীক আবুল হাসেমের নামে নামকরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১১টায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরের নির্দেশনায় এ নামফলক উন্মোচন করেন প্রধান অতিথি খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল মো. আব্দুল মোত্তাকিম, এসপিপি, পিবিজিএম, পিএসসি, জি।
মুক্তিযুদ্ধসহ স্বাধীনতা পরবর্তী বিভিন্ন যুদ্ধে, অভিযানে এবং দেশের নিরাপত্তা রক্ষায় শহীদ বিজিবি সদস্যদের অবদান চিরস্মরণীয় করে রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান অনুষ্ঠানের অতিথিরা।
এসময় উপস্থিত ছিলেন বাবুছড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম রেজাউর রহমান, পিএসসি; সহকারী পরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম; ব্যাটালিয়নের অন্যান্য কর্মকর্তা, সৈনিক এবং বীর প্রতীক আবুল হাসেমের পুত্র আবুল মোবারক।
অনুষ্ঠান শেষে শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ মোনাজাত করা হয়।
এমআর/সবা






















