১০:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গুড়ায় নদ নদীর পানি বৃদ্ধিতে ৩ শতাধিক  হেক্টর জমির ফসল তলিয়ে গেছে

আলমগীর হোসেন, বগুড়া
উজান থেকে নেমে আসা ঢলের পানি ও কয়েক দিনের টানা প্রবল বর্ষণে বগুড়ার  সারিয়াকান্দি যমুনাও বাঙালি নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে যমুনা ও বাঙালি নদী সংযুক্ত সোনাতলা, ধুনট ও শেরপুর তিন উপজেলার ৩ শতাধিক হেক্টর জমির ফসল পানিতে তলে গেছে। এসব পানি ২/৩ দিনের মধ্যে নেমে না ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে কৃষি অধিদপ্তর।
পানি উন্নয়ন বোর্ড বগুড়া সূত্র জানায়,  শুক্রবার সারিয়াকান্দি পয়েন্টে বাঙালি নদীতে পানি বিপৎসীমার ৩৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি বাড়তে থাকায় উপজেলার বাঙালি নদীর তীরবর্তী নারচি, গোদাগাড়ি, হাটশেরপুর, বরুরবাড়ি, সারিয়াকান্দি, গোশাইবাড়ি, রামচন্দ্রপুর, ছাগলধরা, মাছিরপাড়া, কুতুবপুর, বাঁশহাটা, ভেলাবাড়ি ও জোড়গাছা এলাকা প্লাবিত হয়ে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া সোনাতলা, ধুনট ও শেরপুর উপজেলার বিভিন্ন গ্রামের ফসলের মাঠে বন্যার পানিতে তলে গেছে।
সারিয়াকান্দি উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ১৭৫ হেক্টর জমির রোপা আমন, মাষকলাই, মরিচ এবং শাকসবজির ক্ষেত তলিয়ে গেছে।
সারিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার আব্দুল হালিম জানান, দ্রুত পানি না কমলে ফসলের ব্যাপক ক্ষতি হবে।
বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ মোতলেবুর রহমান জানান, যুমনা ও বাঙালি নদীর পানি বৃদ্ধিতে সংযুক্ত চারটি উপজেলার অধিকাংশ ফসলের মাঠে পানি প্রবেশ করেছে। এই চারটি উপজেলার ৩ শতাধিক হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। এছাড়া জেলার অন্য উপজেলার নিচু এলাকার ফসলের মাঠে পানি প্রবেশ করছে। সারা জেলার ফসলের মাঠে পানি প্রবেশ করার পরিমান হিসাব নিকাশ চলছে।
জনপ্রিয় সংবাদ

মূল্যস্ফীতি এখনো ঊর্ধ্বমুখী

গুড়ায় নদ নদীর পানি বৃদ্ধিতে ৩ শতাধিক  হেক্টর জমির ফসল তলিয়ে গেছে

আপডেট সময় : ০৮:০৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩
আলমগীর হোসেন, বগুড়া
উজান থেকে নেমে আসা ঢলের পানি ও কয়েক দিনের টানা প্রবল বর্ষণে বগুড়ার  সারিয়াকান্দি যমুনাও বাঙালি নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে যমুনা ও বাঙালি নদী সংযুক্ত সোনাতলা, ধুনট ও শেরপুর তিন উপজেলার ৩ শতাধিক হেক্টর জমির ফসল পানিতে তলে গেছে। এসব পানি ২/৩ দিনের মধ্যে নেমে না ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে কৃষি অধিদপ্তর।
পানি উন্নয়ন বোর্ড বগুড়া সূত্র জানায়,  শুক্রবার সারিয়াকান্দি পয়েন্টে বাঙালি নদীতে পানি বিপৎসীমার ৩৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি বাড়তে থাকায় উপজেলার বাঙালি নদীর তীরবর্তী নারচি, গোদাগাড়ি, হাটশেরপুর, বরুরবাড়ি, সারিয়াকান্দি, গোশাইবাড়ি, রামচন্দ্রপুর, ছাগলধরা, মাছিরপাড়া, কুতুবপুর, বাঁশহাটা, ভেলাবাড়ি ও জোড়গাছা এলাকা প্লাবিত হয়ে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া সোনাতলা, ধুনট ও শেরপুর উপজেলার বিভিন্ন গ্রামের ফসলের মাঠে বন্যার পানিতে তলে গেছে।
সারিয়াকান্দি উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ১৭৫ হেক্টর জমির রোপা আমন, মাষকলাই, মরিচ এবং শাকসবজির ক্ষেত তলিয়ে গেছে।
সারিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার আব্দুল হালিম জানান, দ্রুত পানি না কমলে ফসলের ব্যাপক ক্ষতি হবে।
বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ মোতলেবুর রহমান জানান, যুমনা ও বাঙালি নদীর পানি বৃদ্ধিতে সংযুক্ত চারটি উপজেলার অধিকাংশ ফসলের মাঠে পানি প্রবেশ করেছে। এই চারটি উপজেলার ৩ শতাধিক হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। এছাড়া জেলার অন্য উপজেলার নিচু এলাকার ফসলের মাঠে পানি প্রবেশ করছে। সারা জেলার ফসলের মাঠে পানি প্রবেশ করার পরিমান হিসাব নিকাশ চলছে।