১৭ জুলাই (বৃহস্পতিবার) লালমনিরহাটে জেলা যুবদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেন , “তারেক রহমানকে নিয়ে অশ্লীল স্লোগান দেবেন আর বিএনপি ঘরে বসে থাকবে – এই ধারণা ভুল।”
তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হলেও সরকার বিএনপিকে দোষারোপ করছে, যা হাস্যকর। নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি করে দুলু হুঁশিয়ারি দেন, “ঘোলা পানি পরিষ্কার করতে বিএনপির সময় লাগবে না।”
গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে আওয়ামী লীগের হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, “সোহাগ হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।”
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আমরা একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন চাই। জনগণ যাকে ভোট দেবে, তাকেই মেনে নেব।”
মিছিলটি রেলওয়ে স্টেশন থেকে শুরু হয়ে মিশন মোড়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান ভিপি আনিস। বক্তব্য রাখেন নাজমুল হুদা লিমন, জাহাঙ্গীর আলম আনন্দ, মিজানুর রহমান লাভলু ও হাসান আলী।
সমাবেশে জেলার বিভিন্ন উপজেলার অন্তত ১০ হাজার নেতাকর্মী অংশ নেন।






















