০৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ

ফাইনালে সোয়াদ-জুমার

উর্মি আক্তার

ঢাকার পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে চলছে জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ৩৯তম আসর। গতকাল পুরুষ এককের ফাইনালে উঠেছেন আব্দুস সোয়াদ ও আল আমিন জুমার।

প্রথম সেমিতে আর্মির জুমার ২১-১৪, ২১-১১ পয়েন্টে আনসারের লোকমানকে এবং দ্বিতীয় সেমিতে আনসারের সোয়াদ ২১-১৬, ২১-১৮ পয়েন্টে আনসারের শুভকে হারান। নারী দ্বৈতের সেমিফাইনালে আর্মির রেশমা-উর্মি জুটি ২১-৬, ২১-১৩ পয়েন্টে পুলিশের সুমি-তমা জুটিকে এবং দ্বিতীয় সেমিতে আর্মির বৃষ্টি খাতুন-নাসিমা খাতুন ২১-৪, ২১-৮ পয়েন্টে পুলিশের লিকা-জেসমিন জুটিকে হারিয়ে ফাইনালে ওঠেন। পুরুষ দ্বৈতের সেমিতে উঠেছেন আর্মির জুমার-সিফাত জুটি, বগুড়ার নাজমুল-মোস্তাফিজুর জুটি, পুলিশের মিজানুর-রাহাতুন নাঈম জুটি ও পুলিশের ওহিদুল-রিয়াদ জুটি।

আরকে/সবা

জনপ্রিয় সংবাদ

জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ

ফাইনালে সোয়াদ-জুমার

আপডেট সময় : ০৯:২৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

ঢাকার পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে চলছে জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ৩৯তম আসর। গতকাল পুরুষ এককের ফাইনালে উঠেছেন আব্দুস সোয়াদ ও আল আমিন জুমার।

প্রথম সেমিতে আর্মির জুমার ২১-১৪, ২১-১১ পয়েন্টে আনসারের লোকমানকে এবং দ্বিতীয় সেমিতে আনসারের সোয়াদ ২১-১৬, ২১-১৮ পয়েন্টে আনসারের শুভকে হারান। নারী দ্বৈতের সেমিফাইনালে আর্মির রেশমা-উর্মি জুটি ২১-৬, ২১-১৩ পয়েন্টে পুলিশের সুমি-তমা জুটিকে এবং দ্বিতীয় সেমিতে আর্মির বৃষ্টি খাতুন-নাসিমা খাতুন ২১-৪, ২১-৮ পয়েন্টে পুলিশের লিকা-জেসমিন জুটিকে হারিয়ে ফাইনালে ওঠেন। পুরুষ দ্বৈতের সেমিতে উঠেছেন আর্মির জুমার-সিফাত জুটি, বগুড়ার নাজমুল-মোস্তাফিজুর জুটি, পুলিশের মিজানুর-রাহাতুন নাঈম জুটি ও পুলিশের ওহিদুল-রিয়াদ জুটি।

আরকে/সবা