বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী কৃষক দল।
শনিবার বিকেলে বড় মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তারা বলেন, পিআর পদ্ধতির নির্বাচন দেশের মানুষ মেনে নেবে না। তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই ভোট চায়। তারেক রহমান এখন বিশ্ব নেতা, তার বিরুদ্ধে অপপ্রচার হলে দাঁতভাঙা জবাব দেয়া হবে।
জেলা কৃষক দলের সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন বিএনপি’র জেলা ও উপজেলা নেতারা।
এমআর/সবা






















