“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”— মানবতার এই অমোঘ সত্য আজ যেন প্রাণপণে হাত বাড়িয়ে বলছে ফটিকছড়ির এক তরুণ। নাজিরহাট পৌরসভার ২নং ওয়ার্ড, পূর্ব সুয়াবিল নাথ পাড়ার রাহুল দেব নাথ (৩০), পিতা—চিত্ত রঞ্জন নাথ, মস্তিষ্কে টিউমার নিয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।
বহুদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছেন রাহুল। সাম্প্রতিক পরীক্ষায় ধরা পড়ে, তাঁর মস্তিষ্কে রয়েছে বিপজ্জনক টিউমার। চিকিৎসকদের পরামর্শ— জরুরি ভিত্তিতে অপারেশনসহ উন্নত চিকিৎসা প্রয়োজন। আর এই চিকিৎসার ব্যয় প্রায় তিন লক্ষ টাকা, যা সংগ্রহ করা তাঁর দরিদ্র পরিবারের পক্ষে সম্ভব নয়।
রাহুলের বাবা একজন সামান্য আয়ের মানুষ। সন্তানের চিকিৎসা করাতে গিয়ে তিনি এখন পুরোপুরি অসহায়। একদিকে ছেলের জীবন বাঁচানোর আকুতি, অন্যদিকে অর্থের অপ্রাপ্যতা— এই যন্ত্রণার ভারে দিন কাটছে পরিবারের।
এমন পরিস্থিতিতে রাহুল সকলের কাছে হৃদয়বান হয়ে এগিয়ে আসার আবেদন জানিয়েছেন। মানবতার এই আহ্বান যেন কারও অন্তরকে নাড়া দেয়— এমনটাই প্রত্যাশা তাঁর পরিবারের।
যে কেউ চাইলে সরাসরি সাহায্য পাঠাতে পারেন এই নম্বরে:
বিকাশ নম্বর: ০১৮৭১৭৫১৬৬১ (রাহুল)
একটি জীবন বাঁচানোর আশায় আপনার সামান্য সহযোগিতাই হতে পারে রাহুলের বেঁচে থাকার বড় প্রেরণা। আসুন, মানবতার এই আহ্বানে সাড়া দিই।
এমআর/সবা






















