বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে প্রথম বিভাগ দাবা লিগের ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে ইসফট এরিনা চেস ক্লাব ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় এককভাবে শীর্ষে রয়েছে। ১১ পয়েন্ট নিয়ে আব্দুন নূর ভূঁইয়া মেমোরিয়াল ক্লাব দ্বিতীয় স্থানে এবং সাধারণ বীমা কর্পোরেশন স্পোর্টিং ক্লাব ও অগ্রণী ব্যাংক পিএলসি দাবা দল ১০ পয়েন্ট করে নিয়ে যুগ্মভাবে তৃতীয় স্থানে।
আজ শনিবার (১৯ জুলাই) বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত ষষ্ঠ রাউন্ডের খেলায় ইসফট এরিনা চেস ক্লাব ৩.৫-০.৫ গেম পয়েন্টে এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমিকে, আব্দুন নূর ভূঁইয়া মেমোরিয়াল ক্লাব ৩-১ গেম পয়েন্টে অগ্রণী ব্যাংক পিএলসি দাবা দলকে, সাধারণ বীমা কর্পোরেশন স্পোর্টিং ক্লাব ২.৫-১.৫ গেম পয়েন্টে তৌসিফ এপেয়ারেলস চেস ক্লাবকে, আকাই স্মৃতি সংসদ মাগুরা ২.৫-১.৫ গেম পয়েন্টে স্পোর্টস বাংলা-বি-কে, শফি উদ্দিন শাহ স্মৃতি সংসদ ২.৫-১.৫ গেম পয়েন্টে ক্লাসিক চেস ক্লাবকে হারায়।
সপ্তম রাউন্ডের খেলা আগামীকাল (রোববার) বেলা ৩টা থেকে একই স্থানে শুরু হবে।
আরকে/সবা


























