০৭:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
দীর্ঘদিনের রাস্তা দুরবস্থার প্রতিবাদে অভিনব কর্মসূচি

রংপুর সিটি কর্পোরেশনকে ‘মৃত’ ঘোষণা করে গায়েবানা জানাজা

রংপুর নগরীর জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়কের বেহাল দশার প্রতিবাদে সিটি কর্পোরেশনকে ‘মৃত’ ঘোষণা করে গায়েবানা জানাজা পড়েছে ক্ষুব্ধ এলাকাবাসী।

আজ রবিবার (২০ জুলাই) দুপুর ১২টার দিকে সাতমাথা রেল গেট এলাকায় এ অভিনব প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয় যুবক ও শিক্ষার্থীরা অংশ নেন। জানাজা পরিচালনা করেন মাদ্রাসা শিক্ষার্থী রাহুল ইসলাম। অংশগ্রহণ করেন রাজিমুজ্জামান হৃদয়, প্রান্ত হোসেন, মো. নাঈম, সাকিব হোসেন, মোহাম্মদ হাসান, হোসাইন, সৈকত ইসলাম, তানবীর ইসলাম, নাঈম হক, মাহিমসহ অনেকে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এই প্রধান সড়কটির কার্পেটিং উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। বর্ষা মৌসুমে গর্তে জমে থাকা পানি দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। আবার শুষ্ক মৌসুমে ধুলার কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। রিকশা, অটোরিকশা ও ভ্যানচালকরা প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন।

রিকশাচালক জাহাঙ্গীর মিয়া বলেন, “এই রাস্তা বহুদিন ধরে এমনই আছে। গাড়ি প্রতিনিয়ত গর্তে পড়ে ঝাঁকুনি খায়, মনে হয় উল্টে যাবে।”
ভ্যানচালক শরিফুল ইসলাম বলেন, “প্রায়ই ভ্যানের বিয়ারিং নষ্ট হয়ে যায়, যাত্রী পড়ে যাওয়ার ঘটনাও ঘটে।”
অভিভাবক আশরাফুল ইসলাম বলেন, “ছেলে-মেয়েকে স্কুলে আনা-নেওয়ার সময় প্রতিদিনই মনে হয় কোনো বিপদ না ঘটে।”

গায়েবানা জানাজায় অংশ নেওয়া রাজিমুজ্জামান হৃদয় ক্ষোভ প্রকাশ করে বলেন, “সিটি কর্পোরেশন বারবার বলার পরও কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। তাই এই প্রতীকী প্রতিবাদ।”

এ বিষয়ে রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা বলেন, “সিটির প্রায় ৩০০ কিলোমিটার সড়ক ভেঙে গেছে। এ জন্য ২১০ কোটি ৬৭ লাখ টাকার একটি প্রকল্প স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে সংস্কার কাজ শুরু হবে।”

এলাকাবাসীর অভিযোগ, দ্রুত সংস্কার না হলে ভোগান্তি চরমে পৌঁছাবে এবং এর দায় প্রশাসনকেই নিতে হবে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

একনেক সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন

দীর্ঘদিনের রাস্তা দুরবস্থার প্রতিবাদে অভিনব কর্মসূচি

রংপুর সিটি কর্পোরেশনকে ‘মৃত’ ঘোষণা করে গায়েবানা জানাজা

আপডেট সময় : ০৫:৪৩:১৩ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫

রংপুর নগরীর জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়কের বেহাল দশার প্রতিবাদে সিটি কর্পোরেশনকে ‘মৃত’ ঘোষণা করে গায়েবানা জানাজা পড়েছে ক্ষুব্ধ এলাকাবাসী।

আজ রবিবার (২০ জুলাই) দুপুর ১২টার দিকে সাতমাথা রেল গেট এলাকায় এ অভিনব প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয় যুবক ও শিক্ষার্থীরা অংশ নেন। জানাজা পরিচালনা করেন মাদ্রাসা শিক্ষার্থী রাহুল ইসলাম। অংশগ্রহণ করেন রাজিমুজ্জামান হৃদয়, প্রান্ত হোসেন, মো. নাঈম, সাকিব হোসেন, মোহাম্মদ হাসান, হোসাইন, সৈকত ইসলাম, তানবীর ইসলাম, নাঈম হক, মাহিমসহ অনেকে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এই প্রধান সড়কটির কার্পেটিং উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। বর্ষা মৌসুমে গর্তে জমে থাকা পানি দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। আবার শুষ্ক মৌসুমে ধুলার কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। রিকশা, অটোরিকশা ও ভ্যানচালকরা প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন।

রিকশাচালক জাহাঙ্গীর মিয়া বলেন, “এই রাস্তা বহুদিন ধরে এমনই আছে। গাড়ি প্রতিনিয়ত গর্তে পড়ে ঝাঁকুনি খায়, মনে হয় উল্টে যাবে।”
ভ্যানচালক শরিফুল ইসলাম বলেন, “প্রায়ই ভ্যানের বিয়ারিং নষ্ট হয়ে যায়, যাত্রী পড়ে যাওয়ার ঘটনাও ঘটে।”
অভিভাবক আশরাফুল ইসলাম বলেন, “ছেলে-মেয়েকে স্কুলে আনা-নেওয়ার সময় প্রতিদিনই মনে হয় কোনো বিপদ না ঘটে।”

গায়েবানা জানাজায় অংশ নেওয়া রাজিমুজ্জামান হৃদয় ক্ষোভ প্রকাশ করে বলেন, “সিটি কর্পোরেশন বারবার বলার পরও কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। তাই এই প্রতীকী প্রতিবাদ।”

এ বিষয়ে রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা বলেন, “সিটির প্রায় ৩০০ কিলোমিটার সড়ক ভেঙে গেছে। এ জন্য ২১০ কোটি ৬৭ লাখ টাকার একটি প্রকল্প স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে সংস্কার কাজ শুরু হবে।”

এলাকাবাসীর অভিযোগ, দ্রুত সংস্কার না হলে ভোগান্তি চরমে পৌঁছাবে এবং এর দায় প্রশাসনকেই নিতে হবে।

এমআর/সবা