০৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নন-পেনাল্টি গোলে রোনাল্ডোকে পেছনে ফেললেন মেসি

জোড়া গোল ও সমান অ্যাসিস্টে ইন্টার মায়ামিকে আজ রোববার (২০ জুলাই) বড় জয় এনে দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। যাতে ভর করে ফ্লোরিডার ক্লাবটি নিউইয়র্ক রেড বুলসকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে। ম্যাচে একাধিক রেকর্ডও গড়েছেন মেসি। এর মধ্যে একটি– পেশাদার ফুটবলে পেনাল্টি বাদে সর্বোচ্চ গোলের রেকর্ড। যা এতদিন তার চিরপ্রতিদ্বন্দ্বী পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দখলে ছিল।

এতদিন পেনাল্টি ছাড়া সর্বোচ্চ ৭৬৩ গোলের রেকর্ডটি ছিল পর্তুগিজ তারকার দখলে। যদিও সবমিলিয়ে আল-নাসরের এই তারকা ফরোয়ার্ডই এখনও শীর্ষে (৯৩৮ গোল)। আজকের জোড়া গোলে রোনাল্ডোকে ছাড়িয়ে মেসির নন-পেনাল্টি গোল ৭৬৪টিতে পৌঁছে গেল। এক্ষেত্রে সিআরসেভেনের চেয়ে ১৬৭ ম্যাচ কম খেলেছেন এলএমটেন। সবমিলিয়ে মেসি ৮৭৪ গোল করেছেন।

এ ছাড়া এমএলএসের ইতিহাসে পঞ্চম ফুটবলার হিসেবে দুই বছরে কমপক্ষে ৩৫টি গোল ও ২৫ অ্যাসিস্টের রেকর্ডও গড়েছেন মেসি। এই তালিকায় থাকা বাকিরা হলেন– রবি কিন (২০১৩-১৪), সেবাস্তিয়ান গিওভিনকো (২০১৫-১৬), কার্লোস ভেলা (২০১৮-১৯) ও কুচো হার্নান্দেজ (২০২৩-২৪)।

গোল-এ্যাসিস্টের পরিসংখ্যানে মেসি

১১১৪তম ম্যাচে সার্বিকভাবে এটি মেসির ৮৭৪তম গোল, ৭৬২তম ক্লাব গোল, ৫৩৫তম লিগ গোল, ৭৬৪তম নন-পেনাল্টি গোল, ইন্টার মায়ামির হয়ে ৫৮তম গোল, লিগে ইন্টার মায়ামির হয়ে ৩৯তম।

এ্যাসিস্ট ৩৮৬।

আরকে/সবা

জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়ি ২৯৮ নং আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন ১০ জন প্রার্থী

নন-পেনাল্টি গোলে রোনাল্ডোকে পেছনে ফেললেন মেসি

আপডেট সময় : ০৭:৫৫:৪২ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫

জোড়া গোল ও সমান অ্যাসিস্টে ইন্টার মায়ামিকে আজ রোববার (২০ জুলাই) বড় জয় এনে দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। যাতে ভর করে ফ্লোরিডার ক্লাবটি নিউইয়র্ক রেড বুলসকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে। ম্যাচে একাধিক রেকর্ডও গড়েছেন মেসি। এর মধ্যে একটি– পেশাদার ফুটবলে পেনাল্টি বাদে সর্বোচ্চ গোলের রেকর্ড। যা এতদিন তার চিরপ্রতিদ্বন্দ্বী পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দখলে ছিল।

এতদিন পেনাল্টি ছাড়া সর্বোচ্চ ৭৬৩ গোলের রেকর্ডটি ছিল পর্তুগিজ তারকার দখলে। যদিও সবমিলিয়ে আল-নাসরের এই তারকা ফরোয়ার্ডই এখনও শীর্ষে (৯৩৮ গোল)। আজকের জোড়া গোলে রোনাল্ডোকে ছাড়িয়ে মেসির নন-পেনাল্টি গোল ৭৬৪টিতে পৌঁছে গেল। এক্ষেত্রে সিআরসেভেনের চেয়ে ১৬৭ ম্যাচ কম খেলেছেন এলএমটেন। সবমিলিয়ে মেসি ৮৭৪ গোল করেছেন।

এ ছাড়া এমএলএসের ইতিহাসে পঞ্চম ফুটবলার হিসেবে দুই বছরে কমপক্ষে ৩৫টি গোল ও ২৫ অ্যাসিস্টের রেকর্ডও গড়েছেন মেসি। এই তালিকায় থাকা বাকিরা হলেন– রবি কিন (২০১৩-১৪), সেবাস্তিয়ান গিওভিনকো (২০১৫-১৬), কার্লোস ভেলা (২০১৮-১৯) ও কুচো হার্নান্দেজ (২০২৩-২৪)।

গোল-এ্যাসিস্টের পরিসংখ্যানে মেসি

১১১৪তম ম্যাচে সার্বিকভাবে এটি মেসির ৮৭৪তম গোল, ৭৬২তম ক্লাব গোল, ৫৩৫তম লিগ গোল, ৭৬৪তম নন-পেনাল্টি গোল, ইন্টার মায়ামির হয়ে ৫৮তম গোল, লিগে ইন্টার মায়ামির হয়ে ৩৯তম।

এ্যাসিস্ট ৩৮৬।

আরকে/সবা