ভারত-পাকিস্তানের তিক্ততা এখন চরমে। এতটাই যে বিশ্বকাপ কিংবা এশিয়া কাপেও পাকিস্তানের মুখোমুখি হতে চায় না ভারতীয় ক্রিকেট দল। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে (ডব্লুসিএল) অবশ্য মুখোমুখি হতে পারত ভারত-পাকিস্তান। তবে ভারতের অন্তত ৫ ক্রিকেটার পাকিস্তানের বিপক্ষে খেলায় আপত্তি জানিয়ে বসে। এজন্য ম্যাচটি বাতিল করেছে আয়োজকরা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া খেলোয়াড়দের নিয়েই শুরু হয়েছে ডব্লুসিএল টুর্নামেন্টে। ভারত ও পাকিস্তান ছাড়াও খেলছে আরও চার দেশ। তবে ভারত-পাকিস্তানের সংঘাতের সময় শেখর ধাওয়ান ও শহীদ আফ্রিদির মধ্যে সামাজিক মাধ্যমে বাদানুবাদ হয়েছিল।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার জানাচ্ছে, পুরোনো ঘটনার রেশ ধরে ভারতীয় ক্রিকেটাররা আফ্রিদি থাকলে পাকিস্তানের সঙ্গে খেলবেন না বলে শর্ত জুড়ে দেন। এরপরই বাতিল করা হয় ম্যাচটি।
এরপর বিবৃতিতে আয়োজকরা জানায়, ‘‘ডব্লিউসিএলে সবসময় ক্রিকেটকে লালন ও ভালোবাসার দৃষ্টিতে দেখি আমরা। চলতি বছরে পাকিস্তান হকি দলের ভারতে সফরের খবর পাওয়ার পাশাপাশি পরস্পরের সাম্প্রতিক ভলিবল ম্যাচ দেখি, তখন ডব্লিউসিএলেও পাক-ভারত ম্যাচ চালিয়ে যাওয়ার কথা ভেবেছি। আমাদের উদ্দেশ্যই ছিল কেবল বিশ্বের ক্রিকেটভক্তদের জন্য কিছু আনন্দঘন মুহূর্তের সৃষ্টি। এখন আমরা ভারত-পাকিস্তান ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নিয়েছি। কারও অনুভূতিতে আঘাত করার জন্য আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।’’
আরকে/সবা


























