০৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাটে ডিবির অভিযানে নদীতে ঝাঁপ, কিশোর নিখোঁজ

লালমনিরহাট জেলার মোগলহাট ইউনিয়নের ছয়মাথা এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে পালানোর সময় এক মাদক পাচারকারী নিখোঁজ হয়েছেন।
ঘটনাটি ঘটেছে রোববার (২০ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চর গোরকমন্ডপ এলাকা থেকে একটি নৌকাযোগে দুইজন মাদক পাচারকারী লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ছয়মাথা এলাকায় প্রবেশ করেন। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে জেলা গোয়েন্দা পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় একজনকে আটক করা সম্ভব হলেও অপরজন নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেন। স্রোতের তোড়ে তিনি নিখোঁজ হয়ে যান।
নিখোঁজ ছেলেটির নাম শান্ত (১৪)। তিনি চর গোরকমন্ডপ এলাকার নরেশ (৫০)-এর ছেলে ও স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
ঘটনার পরপরই লালমনিরহাট জেলা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি।
এ বিষয়ে লালমনিরহাট জেলা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, “ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। মাদক পাচার রোধে জেলা পুলিশের অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে।”
এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে ডিবির অভিযানে নদীতে ঝাঁপ, কিশোর নিখোঁজ

আপডেট সময় : ০৯:৪৪:০৮ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫

লালমনিরহাট জেলার মোগলহাট ইউনিয়নের ছয়মাথা এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে পালানোর সময় এক মাদক পাচারকারী নিখোঁজ হয়েছেন।
ঘটনাটি ঘটেছে রোববার (২০ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চর গোরকমন্ডপ এলাকা থেকে একটি নৌকাযোগে দুইজন মাদক পাচারকারী লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ছয়মাথা এলাকায় প্রবেশ করেন। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে জেলা গোয়েন্দা পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় একজনকে আটক করা সম্ভব হলেও অপরজন নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেন। স্রোতের তোড়ে তিনি নিখোঁজ হয়ে যান।
নিখোঁজ ছেলেটির নাম শান্ত (১৪)। তিনি চর গোরকমন্ডপ এলাকার নরেশ (৫০)-এর ছেলে ও স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
ঘটনার পরপরই লালমনিরহাট জেলা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি।
এ বিষয়ে লালমনিরহাট জেলা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, “ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। মাদক পাচার রোধে জেলা পুলিশের অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে।”
এমআর/সবা