জুলাই মাসব্যাপী সারাদেশে এনসিপির পদযাত্রার অংশ হিসেবে আজ ২১ জুলাই বিকাল ৫টায় ফেনীতে এসে পৌঁছানোর কথা রয়েছে এনসিটির নেতারা। পদযাত্রার অনুষ্ঠান ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ফেনী জেলা এনসিপির সংগঠকরা। ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারে মঞ্চ তৈরীর কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিন অঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লা, উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম উপস্থিত থাকার কথা রয়েছে। বিচার, সংস্কার ও দেশ পূর্নগঠনের লক্ষ্যে জনতার দুয়ারে জুলাই ” দেশ গড়তে জুলাই পদযাত্রা ” এই শ্লোগানে সারাদেশে অনুষ্ঠিত হচ্ছে এনসিপির পদযাত্রা। গতকাল বিকেল থেকে যুবদলের একটি অংশ ক্ষমা না চাইলে ফেনীতে প্রবেশ করতে দেওয়া হবে না মর্মে বিভিন্ন শ্লোগান দিয়ে বিক্ষোভ করে শহরের বিভিন্ন সড়কে। সন্ধার পর জেলা বিএনপির পক্ষ থেকে আজকে ফেনীতে বিএনপির কোন কর্মসূচি নেই মর্মে জানানো হয়। তবে যুবদলের আহবায়ক নাছির খন্দকার সাংবাদিকদের জানান, ফেনী গত ২৪শের বন্যার সময় পূর্নবাসনের জন্য ঢাকার টিএসসি চত্বর থেকে উঠানো ১২ কোটি টাকার কোন কাজ না হওয়ায় সাধারন মানুষ ক্ষিপ্ত রয়েছে এনসিপির উপর। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে জানতে চাইলে ফেনী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন পর্যাপ্ত পুলিশ ও কয়েকটি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত এবং সর্তক অবস্থানে রয়েছে। তিনি আশা করেন শান্তিপূর্ণ ভাবে এনসিপির পদযাত্রা অনুস্ঠান সফল হবে।
শিরোনাম
ফেনীতে কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে এনসিপির জুলাই পদযাত্রা, থাকবেন কেন্দ্রীয় নেতারা
-
ফেনী প্রতিনিধি - আপডেট সময় : ০৩:০৪:২৭ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
- ।
- 120
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 37;
জনপ্রিয় সংবাদ





















