০১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

তুচ্ছ ঘটনায় আবারও সংঘর্ষে জড়াল চবি ছাত্রলীগ

  • সবুজ বাংলা
  • আপডেট সময় : ১০:১০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩
  • 104

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

 

খাবার হোটেলে কথা কাটাকাটির জের ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ অক্টোবর) বিকেল ৩টা থেকে পৌনে ৪টা পর্যন্ত বিজয় এবং সিক্সটি নাইন গ্রুপের মধ্যে এ সংঘর্ষ চলে। ছাত্রলীগ কর্মীদের সাথে কথা বলে জানা গেছে বিজয় পক্ষের একাংশের কর্মীরা চবি ছাত্রলীগ নেতা সাখাওয়াত হোসেনের অনুসারী। সিক্সটি নাইন পক্ষের কর্মীরা চবি ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম সাঈদের অনুসারী।

বিজয়ের অনুসারী সিয়াম বলেন, আমাদের এক কর্মী নজরুল ভাইয়ের দোকানে খেতে আসলে আজমির নামে তাদের এক কর্মী ডাল ফেলে দেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ঘটনা সংঘর্ষে রূপ নেয়। আমরা ঘটনা সমাধানের চেষ্টা করছি।

সিক্সটি নাইনের অনুসারী আকিব জাবেদ বলেন, নজরুল ভাইয়ের হোটেলে খেতে গিয়ে আমাদের একজনের সঙ্গে বেয়াদবি করে। এরই প্রেক্ষিতে সংঘর্ষের ঘটনা ঘটে। নিজেদের মধ্যে সমাধান করার চেষ্টা করছি।

বিশ্ববিদ্যালয়েল প্রক্টর ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদার বলেন, খাবার হোটেল থেকে সংঘর্ষের সূত্রপাত। প্রক্টরিয়াল বডি ও পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামিয়েছে। এখনো পর্যন্ত আহত হওয়ার কোনো খবর পাইনি। জড়িতদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।

জনপ্রিয় সংবাদ

তুচ্ছ ঘটনায় আবারও সংঘর্ষে জড়াল চবি ছাত্রলীগ

আপডেট সময় : ১০:১০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

 

খাবার হোটেলে কথা কাটাকাটির জের ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ অক্টোবর) বিকেল ৩টা থেকে পৌনে ৪টা পর্যন্ত বিজয় এবং সিক্সটি নাইন গ্রুপের মধ্যে এ সংঘর্ষ চলে। ছাত্রলীগ কর্মীদের সাথে কথা বলে জানা গেছে বিজয় পক্ষের একাংশের কর্মীরা চবি ছাত্রলীগ নেতা সাখাওয়াত হোসেনের অনুসারী। সিক্সটি নাইন পক্ষের কর্মীরা চবি ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম সাঈদের অনুসারী।

বিজয়ের অনুসারী সিয়াম বলেন, আমাদের এক কর্মী নজরুল ভাইয়ের দোকানে খেতে আসলে আজমির নামে তাদের এক কর্মী ডাল ফেলে দেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ঘটনা সংঘর্ষে রূপ নেয়। আমরা ঘটনা সমাধানের চেষ্টা করছি।

সিক্সটি নাইনের অনুসারী আকিব জাবেদ বলেন, নজরুল ভাইয়ের হোটেলে খেতে গিয়ে আমাদের একজনের সঙ্গে বেয়াদবি করে। এরই প্রেক্ষিতে সংঘর্ষের ঘটনা ঘটে। নিজেদের মধ্যে সমাধান করার চেষ্টা করছি।

বিশ্ববিদ্যালয়েল প্রক্টর ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদার বলেন, খাবার হোটেল থেকে সংঘর্ষের সূত্রপাত। প্রক্টরিয়াল বডি ও পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামিয়েছে। এখনো পর্যন্ত আহত হওয়ার কোনো খবর পাইনি। জড়িতদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।