জামালপুরের মেলান্দহ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে বর্ণাঢ্য আয়োজনে। সোমবার (২১ জুলাই) দুপুরে ফায়ার সার্ভিস রোডে গ্রামীণ ব্যাংক সংলগ্ন ভবনে আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম আলমগীর।
পবিত্র কোরআন তেলাওয়াত ও ফিতা কেটে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয়। সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাকিব আল হাসান নাহিদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেলান্দহ থানার ওসি শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সাবেক আমীর মুজিবুর রহমান আজাদী, কৃষক দলের সভাপতি মতিউর রহমান বাবুল এবং জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আলী ফারাজী।
বক্তব্য রাখেন শিক্ষার্থী প্রতিনিধি মাশরাফি বিন মুর্তজা, রাসেল হোসাইন ও ফাহিম হাসান লাদেন।
বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা গড়ে তুলতে মেলান্দহ প্রেসক্লাবের ভূমিকা প্রশংসনীয়। উন্নয়ন ও নাগরিক অধিকার রক্ষায় এ ভূমিকা ভবিষ্যতে আরও জোরালো হবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মাসুদ রানা, কার্যনির্বাহী সদস্য আসাদুজ্জামান, রবিউল ইসলাম, মমিনুল ইসলাম, ইমরান মাহমুদ, রোমান আহমেদ, মাজহারুল ইসলাম মিনহাজসহ অন্যান্য গণমাধ্যমকর্মী।
উল্লেখ্য, নবীন-প্রবীণ সাংবাদিকদের সম্মিলিত প্রয়াসে ২০২৩ সালে প্রতিষ্ঠিত মেলান্দহ উপজেলা প্রেসক্লাব সুনামের সঙ্গে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এমআর/সবা






















