লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক শ্যামল জামিনে মুক্তি পেলেও মুক্ত বাতাসে পা রাখা হলো না তার। জেলগেট পার হওয়ার আগেই ফের গ্রেফতার হয়েছেন তিনি।আবু বক্কর সিদ্দিক হত্যাসহ একাধিক মামলার আসামি।
সোমবার (২১ জুলাই) দুপুর ১টার দিকে লালমনিরহাট জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান শ্যামল। তবে কারাগারের ফটকে পৌঁছানোর আগেই সদর থানা পুলিশের একটি দল তাকে পুনরায় আটক করে থানায় নিয়ে যায়। বিকেলে তাকে আদালতের মাধ্যমে আবারও কারাগারে পাঠানো হয়।
এর আগে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ একটি হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি হিসেবে গ্রেফতার করে শ্যামলকে। এরপর থেকে তিনি লালমনিরহাট জেলা কারাগারে ছিলেন।
জানা গেছে, জামিনে মুক্তি পেলেও বিশেষ ক্ষমতা আইনে (Special Powers Act) লালমনিরহাট জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে তার বিরুদ্ধে নতুন করে আটকাদেশ জারি হয়। সেই নির্দেশনা অনুযায়ীই পুলিশ তাকে পুনরায় গ্রেফতার করে।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নুরনবী বলেন, “জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশ অনুযায়ী বিশেষ ক্ষমতা আইনে আবু বক্কর সিদ্দিক শ্যামলের বিরুদ্ধে আটকাদেশ কার্যকর করা হয়েছে। তাকে আদালতে উপস্থাপন করা হয়েছে।”
এমআর/সব্






















