০২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে মাঠে এক মিনিট নীরবতা পালন

উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ। এমন শোকের আবহেই তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে মুখোমুখি লড়াইয়ে নামছে বাংলাদেশ-পাকিস্তান।

খেলা শুরুর আগে বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেছে দুই দল। এ সময় দাঁড়িয়ে নীরবতা পালন করেন মাঠে উপস্থিত দর্শকরাও।

মর্মান্তিক এই দুর্ঘটনায় বেশ কিছু উদ্যোগও নিয়েছে বিসিবি। আজকের ম্যাচে কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছে বাংলাদেশ-পাকিস্তানের ক্রিকেটাররা। শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামসহ দেশের সব বিসিবি ভেন্যুতে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ম্যাচ চলাকালে স্টেডিয়ামে কোনো সংগীত বাজানো হবে না আজ।

উল্লেখ্য, গতকাল সোমবার দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল পর্যায়ের শিক্ষার্থী ছিল। যাদের বেশিরভাগই হতাহত হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর কথা জানিয়েছে আইএসপিআর। তাদের তথ্য অনুযায়ী আহত ও দগ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে শতাধিক।

আরকে/সবা

 

জনপ্রিয় সংবাদ

সপরিবারে হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান

বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে মাঠে এক মিনিট নীরবতা পালন

আপডেট সময় : ০৬:৪৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ। এমন শোকের আবহেই তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে মুখোমুখি লড়াইয়ে নামছে বাংলাদেশ-পাকিস্তান।

খেলা শুরুর আগে বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেছে দুই দল। এ সময় দাঁড়িয়ে নীরবতা পালন করেন মাঠে উপস্থিত দর্শকরাও।

মর্মান্তিক এই দুর্ঘটনায় বেশ কিছু উদ্যোগও নিয়েছে বিসিবি। আজকের ম্যাচে কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছে বাংলাদেশ-পাকিস্তানের ক্রিকেটাররা। শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামসহ দেশের সব বিসিবি ভেন্যুতে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ম্যাচ চলাকালে স্টেডিয়ামে কোনো সংগীত বাজানো হবে না আজ।

উল্লেখ্য, গতকাল সোমবার দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল পর্যায়ের শিক্ষার্থী ছিল। যাদের বেশিরভাগই হতাহত হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর কথা জানিয়েছে আইএসপিআর। তাদের তথ্য অনুযায়ী আহত ও দগ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে শতাধিক।

আরকে/সবা