০২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দাভিদ কেন মেসিকে ধাক্কা দিয়েও সরাতে পারেননি?

স্ট্রাইকার আর গোলরক্ষকদের মধ্যে সম্পর্কটা দা-কুমড়ার। একজন গোল দিতে মরিয়া, আরেকজন সর্বশক্তি দিয়ে প্রতিহত করতে দৃঢ়প্রতিজ্ঞ। এই লড়াইয়ে কখনো জেতেন স্ট্রাইকার আবার কখনো গোলরক্ষক। তবে কিছু স্ট্রাইকার আছেন যারা অধিকাংশ সময়ই গোলরক্ষকদের ভুগিয়েছেন।

সেই তালিকায় নিশ্চিতভাবেই শুরুর দিকে থাকবেন লিওনেল মেসি। যার সামনে বেশিরভাগ গোলরক্ষককে অসহায়ের মতো গোলবারের নিচে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। স্পেন ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক গোলরক্ষক দাভিদ দি হেয়াও সেই দলেরই লোক। মেসির কাছে যিনি বহুবার পরাস্ত হয়েছেন।

তবে ক্যারিয়ারের শুরুতে মেসিকে নিজের শক্তি দেখানোর ইচ্ছা পোষণ করেছিলেন দি হেয়া। গ্লাভসের সামর্থ্যের সঙ্গে শারীরিক শক্তির। সেখানেও ব্যর্থ হয়েছেন ফিওরেন্টিনার গোলরক্ষক। ব্যর্থ হওয়ার বিষয়টি নিজেই স্বীকার করেছেন ৩৪ বছর বয়সী গোলরক্ষক।

জানিয়েছেন, জোরালো ধাক্কা দিয়ে এক ইঞ্চিও মেসিকে সরাতে পারেননি তিনি।

সম্প্রতি ইতালির এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় নিজের শক্তি প্রদর্শনের কথা জানান দি হেয়া। আটবারের ব্যালন ডি’অর জয়ীকে ধাক্কার বিষয়ে তিনি বলেছেন, ‘একবার সত্যি মেসিকে কাঁধ দিয়ে ধাক্কা দিয়েছিলাম। ইচ্ছা ছিল, তাকে তিন মিটার দূরে সরিয়ে দেব। তখন আমি আতলেতিকো মাদ্রিদের হয়ে খেলতাম।

তরুণ ছিলাম। ইচ্ছা ছিল, আমার উপস্থিতি তাকে অনুভব করানো এবং শক্তিশালী বার্তা দেওয়া।’

শারীরিকভাবে মেসি মার্বেল পাথরের মতো শক্তিশালী ছিলেন বলে তাকে এক ইঞ্চিও সরাতে পারেননি দি হেয়া। তিনি বলেছেন, ‘বক্সের মধ্যে তাকে ব্লকড করেছিলাম এবং বল ক্লিয়ার করার আগে কাঁধ দিয়ে জোরালো এক ধাক্কা দিয়েছিলাম। আমার শরীর, কাঁধ দিয়ে সত্যি কঠিন এক ধাক্কা দিয়েছিলাম। কিন্তু এক ইঞ্চিও তাকে নড়াতে পারিনি। মনে হচ্ছিল সে পাথরের তৈরি। আমি আবারও বলছি, শক্তিশালী এক ধাক্কা ছিল, তবে তাকে নড়াতে পারিনি।’

আরকে/সবা

জনপ্রিয় সংবাদ

মাহমুদউল্লাহর ঝড়ো ক্যামিওতে রংপুরের দারুণ জয়

দাভিদ কেন মেসিকে ধাক্কা দিয়েও সরাতে পারেননি?

আপডেট সময় : ০৭:৪২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

স্ট্রাইকার আর গোলরক্ষকদের মধ্যে সম্পর্কটা দা-কুমড়ার। একজন গোল দিতে মরিয়া, আরেকজন সর্বশক্তি দিয়ে প্রতিহত করতে দৃঢ়প্রতিজ্ঞ। এই লড়াইয়ে কখনো জেতেন স্ট্রাইকার আবার কখনো গোলরক্ষক। তবে কিছু স্ট্রাইকার আছেন যারা অধিকাংশ সময়ই গোলরক্ষকদের ভুগিয়েছেন।

সেই তালিকায় নিশ্চিতভাবেই শুরুর দিকে থাকবেন লিওনেল মেসি। যার সামনে বেশিরভাগ গোলরক্ষককে অসহায়ের মতো গোলবারের নিচে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। স্পেন ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক গোলরক্ষক দাভিদ দি হেয়াও সেই দলেরই লোক। মেসির কাছে যিনি বহুবার পরাস্ত হয়েছেন।

তবে ক্যারিয়ারের শুরুতে মেসিকে নিজের শক্তি দেখানোর ইচ্ছা পোষণ করেছিলেন দি হেয়া। গ্লাভসের সামর্থ্যের সঙ্গে শারীরিক শক্তির। সেখানেও ব্যর্থ হয়েছেন ফিওরেন্টিনার গোলরক্ষক। ব্যর্থ হওয়ার বিষয়টি নিজেই স্বীকার করেছেন ৩৪ বছর বয়সী গোলরক্ষক।

জানিয়েছেন, জোরালো ধাক্কা দিয়ে এক ইঞ্চিও মেসিকে সরাতে পারেননি তিনি।

সম্প্রতি ইতালির এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় নিজের শক্তি প্রদর্শনের কথা জানান দি হেয়া। আটবারের ব্যালন ডি’অর জয়ীকে ধাক্কার বিষয়ে তিনি বলেছেন, ‘একবার সত্যি মেসিকে কাঁধ দিয়ে ধাক্কা দিয়েছিলাম। ইচ্ছা ছিল, তাকে তিন মিটার দূরে সরিয়ে দেব। তখন আমি আতলেতিকো মাদ্রিদের হয়ে খেলতাম।

তরুণ ছিলাম। ইচ্ছা ছিল, আমার উপস্থিতি তাকে অনুভব করানো এবং শক্তিশালী বার্তা দেওয়া।’

শারীরিকভাবে মেসি মার্বেল পাথরের মতো শক্তিশালী ছিলেন বলে তাকে এক ইঞ্চিও সরাতে পারেননি দি হেয়া। তিনি বলেছেন, ‘বক্সের মধ্যে তাকে ব্লকড করেছিলাম এবং বল ক্লিয়ার করার আগে কাঁধ দিয়ে জোরালো এক ধাক্কা দিয়েছিলাম। আমার শরীর, কাঁধ দিয়ে সত্যি কঠিন এক ধাক্কা দিয়েছিলাম। কিন্তু এক ইঞ্চিও তাকে নড়াতে পারিনি। মনে হচ্ছিল সে পাথরের তৈরি। আমি আবারও বলছি, শক্তিশালী এক ধাক্কা ছিল, তবে তাকে নড়াতে পারিনি।’

আরকে/সবা