শেষ ওভারে পাকিস্তানের দরকার ছিল ১৩ রান, বাংলাদেশের ১ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা ওভারে প্রথম বলে ৪ মেরে সমীকরণটাকে ৫ বলে ৯ বানিয়ে দেন আহমেদ দানিয়াল। পরের বলে ছক্কা মারতে গিয়ে দানিয়াল বাউন্ডারির কাছে ক্যাচ হলেন শামীম হোসেনের। পাকিস্তান ১২৫ রানে অলআউট। বাংলাদেশ জিতল ৮ রানে।
এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজটা জিতে নিল বাংলাদেশ। একাধিক ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের এটাই প্রথম সিরিজ জয়।


























