টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সাজেক
পর্যটন কেন্দ্রের কংলাক সড়কে পাহাড় ধসে ৫ ঘণ্টা যানচলাচল বন্ধ ছিল।
পরে সকাল ১০ টায় ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়ন এর সদস্যদের
নিরলস প্রচেষ্টায় যানচলাচল স্বাভাবিক হয়েছে।
বুধবার (২৩ জুলাই) রাতে ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা
পাহাড়ি ঢলে ভোর ৫ টায় পাহাড়ের একটি বড় অংশ ধসে পরে সাজেক
পর্যটন ও কংলাক সড়কে যানচলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। এই ঘটনায়
কোনো হতাহতের হয়নি। তবে বিভিন্ন রিসোর্টে অবস্থান করা অনেক
পর্যটক আটকে পরেন।পরে সংবাদ পেয়ে ৫৪ বিজিবি বাঘাইহাট
ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্নেল মো: মহিউদ্দিন ফারুকীর
নির্দেশে মাটি সরানোর কাজ শুরু করে বিজিবি সদস্যরা। পরে সকাল
১০টায় সড়কের মাটি সরিয়ে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার পাহাড় ধস ও
যানচলাচ স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
শিরোনাম
বিজিবি‘র প্রচেষ্টায় সাজেকে যানবাহন চলাচল স্বাভাবিক
-
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি - আপডেট সময় : ০৪:০৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
- ।
- 153
জনপ্রিয় সংবাদ






















