লালমনিরহাটের আদিতমারী উপজেলার চওড়াটারী গ্রামে সরকারি রেকর্ডভুক্ত রাস্তা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর পক্ষ থেকে মো. আমিনুল ইসলাম লিখিতভাবে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেছেন।
জানা গেছে, মৃত নুরুজ্জামালের ছেলে শফিকুল ইসলাম সরকারি রাস্তার প্রায় ৯ শতক জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করছেন। গ্রামবাসীর দাবি, এ রাস্তা দীর্ঘদিন ধরে চলাচলের পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
স্থানীয় এক শালিস বৈঠকে নির্মাণ বন্ধের নির্দেশনা দেওয়া হলেও দখলদার তা মানেননি। অভিযুক্ত শফিকুল ইসলামের মা শাফিয়া খাতুন বলেন, “আমরা সরকারি রাস্তার উপর বাড়ি করেছি, সেটা সরকার আর আমরা বুঝবো—এলাকাবাসীর মাথাব্যথা কেন?”
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছেন এবং এলাকা পরিদর্শনের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার বলেন, “সরকারি সম্পত্তি দখলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”






















