০৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পুঠিয়ায় ভোক্তা-অধিকার অধিদপ্তরের বাজার মনিটরিং ও জরিমানা

রাজশাহীর পুঠিয়া উপজেলায় হোটেল ও রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ২টি প্রতিষ্ঠানে মোট ১০ হাজার টাকা আর্থিক জরিমানা আদায় করা হয়।

বুধবার (২৩ জুলাই) দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহঃপরিচালক বিপুল বিশ্বাসের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পুঠিয়া বাজারে ২টি হোটেল ও রেস্টুরেন্টে বিভিন্ন অনিয়মের জন্য ৫ হাজার করে জরিমানা করা হয়। এবং আরও তিন প্রতিষ্ঠানকে সতর্কতামূলক নির্দেশনা ও উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

জানাযায়, এই অভিযানে আসিফ হোটেল এন্ড রেস্টুরেন্ট এ ৫ হাজার ও বিসমিল্লাহ হোটেল এ ৫ হাজার করে দুটি প্রতিষ্ঠানে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় প্রশিকিউশনে ছিলেন পুঠিয়া উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর হাফিজ ও নিরাপদ খাদ্য পরিদর্শক, নিরাপত্তায় পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ।

এ ব্যাপারে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক বিপুল বিশ্বাস বলেন, আমরা এখানে কয়েকটি হোটেলে অভিযান পরিচালনা করেছি।

এর মধ্যে আসিফ ও বিসমিল্লাহ হোটেলে যে পরিবেশে ফ্রিজে কাচা মাছ মাংসের সাথে রান্না করা তরকারি, ভাত, খিচুড়ি, সব এক সঙ্গে রেখেছে। সেখান থেকে খুব দুর্গন্ধ বেরোচ্ছে। সেই অপরাধের দায়ে তাদের অর্থদন্ড এবং বাজার মনিটরিং করা হয়েছে। ২টি প্রতিষ্ঠানে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

পুঠিয়ায় ভোক্তা-অধিকার অধিদপ্তরের বাজার মনিটরিং ও জরিমানা

আপডেট সময় : ০৮:২১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

রাজশাহীর পুঠিয়া উপজেলায় হোটেল ও রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ২টি প্রতিষ্ঠানে মোট ১০ হাজার টাকা আর্থিক জরিমানা আদায় করা হয়।

বুধবার (২৩ জুলাই) দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহঃপরিচালক বিপুল বিশ্বাসের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পুঠিয়া বাজারে ২টি হোটেল ও রেস্টুরেন্টে বিভিন্ন অনিয়মের জন্য ৫ হাজার করে জরিমানা করা হয়। এবং আরও তিন প্রতিষ্ঠানকে সতর্কতামূলক নির্দেশনা ও উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

জানাযায়, এই অভিযানে আসিফ হোটেল এন্ড রেস্টুরেন্ট এ ৫ হাজার ও বিসমিল্লাহ হোটেল এ ৫ হাজার করে দুটি প্রতিষ্ঠানে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় প্রশিকিউশনে ছিলেন পুঠিয়া উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর হাফিজ ও নিরাপদ খাদ্য পরিদর্শক, নিরাপত্তায় পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ।

এ ব্যাপারে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক বিপুল বিশ্বাস বলেন, আমরা এখানে কয়েকটি হোটেলে অভিযান পরিচালনা করেছি।

এর মধ্যে আসিফ ও বিসমিল্লাহ হোটেলে যে পরিবেশে ফ্রিজে কাচা মাছ মাংসের সাথে রান্না করা তরকারি, ভাত, খিচুড়ি, সব এক সঙ্গে রেখেছে। সেখান থেকে খুব দুর্গন্ধ বেরোচ্ছে। সেই অপরাধের দায়ে তাদের অর্থদন্ড এবং বাজার মনিটরিং করা হয়েছে। ২টি প্রতিষ্ঠানে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

এমআর/সবা