ফেনীর সোনাগাজী পৌরসভার ১নং ওয়ার্ডের বাখরিয়া গ্রামে সড়ক সংস্কার কাজে বাধা সৃষ্টি করায় বিএনপি নেতা মাইন উদ্দিনের বাড়ির প্রাচীর উচ্ছেদ করেছে পৌরসভা।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল থেকে পৌর প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌরসভার প্রশাসক নাজিয়া হোসেন। তাঁর নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ, সেনাবাহিনী ও আনসার সদস্য মোতায়েন করা হয়।
পৌরসভা সূত্রে জানা যায়, চলমান সড়ক উন্নয়ন প্রকল্পে ওই প্রাচীরটি অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল। স্থানীয় প্রশাসন পূর্বে একাধিকবার মালিক পক্ষকে প্রাচীর সরিয়ে নেওয়ার নোটিশ দিলেও তা মানা হয়নি। বাধ্য হয়ে আজ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে ইউএনও নাজিয়া হোসেন বলেন, “জনস্বার্থে সড়ক উন্নয়নের কাজ চলমান রয়েছে। অবৈধ স্থাপনা থাকলে তা আইনানুগভাবে সরানো হবে। এখানে কোনো রাজনৈতিক বিবেচনা নেই।”
তবে বিএনপি নেতা মাইন উদ্দিন অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বাড়ি টার্গেট করা হয়েছে। তিনি বলেন, “উন্নয়নের নামে আমার পরিবারকে হয়রানি করা হচ্ছে।”
এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সুষ্ঠু তদন্ত ও নিরপেক্ষ পদক্ষেপের দাবি জানিয়েছে এলাকাবাসী।






















