সাজেকে পাহাড় ধসের কারণে বন্ধ হয়ে পড়া বাঘাইহাট-সাজেক সড়কে আট ঘণ্টার প্রচেষ্টায় যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। বৃহস্পতিবার ভোর ৬টা থেকে বিকেল ২টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে সড়কটি সচল করা হয়।
এর আগে, ২৪ জুলাই ভোররাতে টানা ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সাজেক সড়কের নন্দারাম, চাইল্লাতলী ও চম্পকনগর এলাকায় পাহাড়ের বড় অংশ ধসে সড়কের ওপর পড়ে যোগাযোগ বন্ধ হয়ে যায়।
পাহাড় ধসের খবর পেয়ে বাঘাইহাট জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ রানা (পিএসসি)-এর দিকনির্দেশনায় সেনাবাহিনীর বাঘাইহাট জোন, দীঘিনালা ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা যৌথভাবে উদ্ধার কার্যক্রম শুরু করেন। ভোর থেকে সড়কের ওপর জমে থাকা মাটি সরাতে কাজ শুরু হয়।
বাঘাইহাট জোন কমান্ডার বলেন, “দ্রুত সড়ক সচল করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি।” তিনি আরও জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দীঘিনালা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে অবহিত করা হয়।
প্রথমদিকে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের সহায়তায় সড়ক চলাচলের উপযোগী করার চেষ্টা করা হলেও একাধিক স্থানে পাহাড় ধস থাকায় তা সম্ভব হয়নি। পরে সেনাবাহিনীর ২০ ইসিবি ইউনিটের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। বাঘাইহাট জোন সদস্যরা এলাকার নিরাপত্তা নিশ্চিত করলে উপজেলা প্রশাসন ও ২০ ইসিবি’র সহায়তায় এস্কেভেটরের মাধ্যমে সড়ক পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করা হয়।
এমআর/সবা






















